তাহিরপুর সুনামগন্জ প্রতিনিধি
সুনামগঞ্জের তাহিরপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
শনিবার (৪ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় অস্থায়ী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন করেন উপজেলা প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সহকারী কমিশনার (ভূমি) শামস্ সাদাত মাহমুদ উল্লাহ সভাপতিত্বে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বি এনপির সাবেক সহ সাধারণ সম্পাদক ও তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুনাব আলী,
উপজেলা সমবায় কর্মকর্তা আশিষ আচার্য, তাহিরপুর থানা অফিসার ইনচার্জ মো: দেলোয়ার হোসেন, প্রোগ্রামার অফিসার ইমরান হোসেন, জামায়াত আমির রোকন উদ্দিন,বীর মুক্তিযোদ্ধা হারুন রশীদ,উপজেলা প্রেসক্লাব দপ্তর সম্পাদক রোকন উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি শাহিন মিয়া, সাংবাদিক, আব্দুল আলিম, সৈকত হাসান,তৌহিদুল ইসলাম, মনিরাজ শাহ প্রমুখ
বক্তারা বলেন, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। মহান মুক্তিযুদ্ধে পরাজয় নিশ্চিত জেনে পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালি জাতিকে মেধাশূন্য করার ঘৃণ্য চক্রান্ত করে। ১৯৭১ সালে এই দিনে তাদের এ দেশীয় দোসর রাজাকার আল-বদর, আল-শামসরা বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। মহান মুক্তিযুদ্ধে ৯ মাস রক্তগঙ্গা পেরিয়ে গোটা জাতি যখন উদয়ের দ্বারপ্রান্তে, ঠিক তখন বরেণ্য শিক্ষক, বিজ্ঞানী, চিন্তক, সাহিত্যিক, সাংবাদিক, শিল্পী, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, ক্রীড়াবিদ, সরকারি কর্মকর্তাসহ বহু মানুষ নির্মম হত্যাকাণ্ডের শিকার হন এই দিনে।।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply