নিজস্ব প্রতিবেদক
মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার শরীফপুর থেকে চাঞ্চল্যকর আসামী ও মানব পাচারকারী চক্রের মূলহোতা ওয়াসকরনী (৩৮) কে গ্রেফতার করেছে র্যাব-৯, সিলেট।
অদ্য ১৫ ডিসেম্বর বিকাল সাড়ে ৩টায় কুলাউড়া থানাধীন শরীফপুর এলাকায় অভিযানে চাঞ্চল্যকর অপরাধী দীর্ঘদিনের পলাতক আসামী ও মানব পাচারকারী চক্রের মূলহোতাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
সহকারী পুলিশ সুপার মিডিয়া অফিসার র্যাব-৯ এর
মোঃ মশিহুর রহমান সোহেল বলেন, গোপন সংবাদে সিপিসি-২, শ্রীমঙ্গল এর একটি আভিযানিক দল আসামিদের আটক করে।
আটক আসামীর পরিচয় পিতা- মৃত পীর মাহমুদ আলী, সাং- লালারচক, থানা- কুলাউড়া, জেলা- মৌলভীবাজার। তার বিরুদ্ধে কুলাউড়া থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন অধ্যাদেশ ২০১২; বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪; মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮; বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩; এ একাধিক মামলা চলমান রয়েছে। কুলাউড়া থানার মামলা নং-২৭/২৩৭, ২৮/১১/২০২৪ ইং, ধারা- মানব পাচার প্রতিরোধ ও দমন অধ্যাদেশ ২০১২ এর ৮/১০ এর ০১ নং
গ্রেফতারকৃত আসামীেেক মৌলভীবাজার জেলার কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও, মানব পাচারকারী চক্রের অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারের লক্ষ্যে র্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply