এ হামিদ সরকার,নীলফামারী( জেলা) প্রতিনিধিঃ
নীলফামারী জেলার ডিমলা উপজেলার নাগরিক কমিটির উদ্যোগে ৭১-ন্যায় ২৪- র স্বাধীনতাকে স্মরণ করে নাগরিক কমিটির সদস্য নেতাকর্মীগণ অতীতের ফেলে আসা চেতনাগুলি না ভোলার স্লোগান নিয়ে ১৬ -ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় নাগরিক কমিটির বর্ণাঢ্য র্যালি ও পুষ্প অর্পণের মধ্যদিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সকল সদস্যগণ দিবসটি যথাযথভাবে পালন করেন ।সকাল ১০’৩০ উপজেলার বিজয় চত্বর থেকে র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ একাত্তরের ও চব্বিশ র সকল শহীদের স্মরণে ০১- মিনিট নিরবতায় অংশ নেন সদস্যরা।এ সময় নাগরিক কমিটিতে
উপস্থিত ছিলেন, প্রস্তুতি কমিটির প্রতিনিধি মসাহেদুল,সাদেক,মিলন,রাশেদ, জাকির, সাকিল,লিয়ন,জিয়াউর, সহ নাগরিক কমিটির সকল সদস্য বৃন্দ।এবং
সংক্ষিপ্ত আলোচনা শেষে সহিদের জন্য দোয়া করেন।।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply