সেলিম মাহবুব,ছাতক:
ছাতকের কালারুকা ইউনিয়নের শিমুলতলা গ্রামে বিজয়ের মাসে শিমুল তলা ক্রিকেট কমিটি আয়োজনে শিল্পী পাগল হাসানকে স্মরন করে ২য় বারের মতো যাকজমক ভাবে একজাক ক্রিড়ামোদি ও ক্রিড়া সংগঠক, বাংলাদেশের তরুন গীতিকার ও সুরকার, শিল্পী পাগল হাসান স্মরণে শিমুল তলায় ২য় ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪-২৫ ইংরেজী অনুষ্টিত হয়। ১৬ই ডিসেম্বর সোমবার শিমুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে খেলা শুরু হয়। টুনামেন্টে স্পন্সরদাতা যুক্তরাষ্ট্র প্রবাসী সুয়েদ আহমেদ, যুক্তরাজ্য প্রবাসী অলিউর রহমান চৌধুরী, ইমতিয়াজ তালুকদার টুকন, কামরুল হাসান, ইতালি প্রবাসী ছালেক আহমেদ, ওমান প্রবাসী সোনা মিয়া, প্রবাসী ইমান আলী, আলী হোসেন, জাকের হোসেন, জুম্মান আহমদ, জয়নাল আবেদিন, শহীদুল ইসলাম রাফী। অনুষ্ঠানে মরহুম পাগল হাসানের দুই রত্ন জিনান এবং জিহান ক্রিকেট টুনামেন্টের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্টানে উপস্হিত ছিলেন সাবেক মেম্বার আব্দুল মুকিত নেরাই, বিশিষ্ট মুরব্বী আব্দুল করিম, আব্দুল গফুর, তছির আলী, বশির আলী, রমু মিয়া, রহিম আলী, হায়দার আলী, মনোফর মিয়া, তরুন ক্রিড়ানুরাগী আব্দুল কাদির তালুকদার, প্রবাসী মিলাদ আহমদ। এসময় আরও আব্দুল কাদির, আব্দুস শহিদ, পরিচালনা কমিটির আব্দুল খালেদ, ছয়ফুল, সুলেমান, রুবেল, রুপন, মুকিত, শওকত, ইমন, সাইফুল, রুবায়েল, লাদেন, তোফায়েল, পাবেল, তারেক, রাকিন ও আভির সহ ক্রিড়ানুরাগী, ক্রিড়া সংগঠক, খেলোয়ারবৃন্দ এবং গ্রামবাসী উপস্হিত ছিলেন। উদ্বোধনী খেলায় আন্তঃনগর এক্সপ্রেস শিমুল তলা বনাম এলেভেন স্টার মুক্তিরগাঁও। ১২ ওভার শেষে আন্তঃনগর এক্সপ্রেস ১৩৮ রান ৬ উইকেটে ও এলেভেন স্টার ১১ ওভার ৩ বল থাকতে ১৩৯ রান নিয়ে ৫ উইকেট জয়ী। উদ্বোধনী খেলায় এলেভেন ষ্টার মুক্তিরগাঁও বিজয়ী। সমগ্র অনুষ্টান পরিচালনা ও ধারা বর্ণণায় ক্রিড়া সংগঠক রবিউল হাসান। উদ্বোধনী খেলায় আম্পায়ার দায়িত্ব ছিলেন ক্রিকেটার ফকরুল আলম জেনিস ও ইকবাল হোসেন।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply