সিলেট প্রতিনিধি
মহান বিজয় দিবস -২০২৪ উপলক্ষে জৈন্তাপুর উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও উপজেলা অঙ্গ সহযোগী সংগঠনের ব্যনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
সোমবার (১৬ই ডিসেম্বর) সকাল ৭:০০ ঘটিকায় জৈন্তাপুর উপজেলা সদরের বাসস্ট্যান্ডে অবস্থিত বিজয়স্তম্ভের শহীদ বেদীতে সিনিয়র বিএনপি নেতা ও অঙ্গ সহযোগী সংগঠনের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দরা পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে অংশগ্রহন করেন।
এ সময় জৈন্তাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজের নেতৃত্বে বিএনপি নেতাকর্মীরা শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে একে একে যুবদল, সেচ্ছাসেবক দল,কৃষকদল,শ্রমিকদল ও ছাত্রদলের নেতাকর্মীরা পৃথক পৃথক ব্যনারে শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ সভাপতি আব্দূস শুক্কুর, সাংগঠনিক সম্পাদক ও নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলি, সাবেক সহ সম্পাদক মাসুক আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম সোহেল,মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক হারুণ সরকার, সাবেক সেচ্ছাসেবকদলের সভাপতি আলতাফ হোসেন বেলাল, নিজপাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ন কবির খান।
এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাব্বির আহমেদ, যুগ্ম আহবায়ক আলি হায়দার সায়মন,যুগ্ম আহবায়ক সেলিম আহমেদ, যুগ্ম আহবায়ক নাজমুল হক ইয়াজুল, সদস্য আবুল হাসনাত, আবদুল জব্বার,নাজিম আহমেদ, ফখরুল ইসলাম , রফিক আহমেদ ও শাহেদ আহমেদ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মোহাম্মদ শাজাহান, সদস্য সচিব আবদুল্লাহ ইলিয়াস, যুগ্ম আহবায়ক আব্দুল মুতলিব, সদস্য নোমান আহমেদ, আদনান হোসেন,ঈসা আহমেদ রুবেল,ওমর ফারুক,হেলাল মাদ্রাজি,জামাল আহমেদ, আল আমিন, সাবেক যুগ্ম আহবায়ক সোহেল রানা।
আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদলের সদস্য সচিব মো আল মামুন, সদস্য সাইফুল ইসলাম, উপজেলা শ্রমিকদলের সভাপতি আব্দুর রব, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সদস্য কামাল আহমেদ সহ বিভিন্ন ইউনিয়ন হতে আগত কৃষক ও শ্রমিকদল নেতৃবৃন্দ।
এছাড়াও জৈন্তাপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক বদরুল আলম শাওন ও সদস্য সচিব শহীন আলমের নেতৃত্বে জৈন্তাপুর উপজেলা সহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের ও বিভিন্ন কলেজ শাখার ছাত্রদলের নেতাকর্মীরা শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় মহান বিজয় দিবস উপলক্ষে জৈন্তাপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের উদ্দেশ্যে এক সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ বলেন, মহান মুক্তিযুদ্ধে সকল বীরমুক্তিযোদ্ধা ও শহীদগনের আত্মার মাগফিরাত কামনা করেন। সেই সাথে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মহান মুক্তিযুদ্ধের অবদান তুলে ধরার পাশাপাশি তার রূহের মাগফিরাত কামনা সহ সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেন। সেই সাথে জুলাই আন্দোলনে সকল শহীদগণের মাগফিরাত কামনার পাশাপাশি দেশনায়ক তারেক রহমানের ৩১দফা কর্মসূচি বাস্তবায়নে জৈন্তাপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল ইউনিটের নেতৃবৃন্দদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply