মোঃ মামুন হোসাইন।স্টাফ রিপোর্টার
পটুয়াখালীতে যথাযোগ্য মর্যাদায় ও নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস। দিবসের প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের সূচনা করা হয়। সকাল সাড়ে ৭ টায় জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিনের নেতৃত্বে পুলিশ প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন।
সকাল সাড় ৮ টায় সার্কিট হাউস প্রাঙ্গণে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। দুপুর সাড়ে ১২টায় ডিসি স্কয়ারে ফিতা কেটে এবং বেলুন উড়িয়ে ১৫ দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক। এ সময় পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে সকাল ১০ টায় জেলা শিল্পকলা একাডেমিতে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয় ও জেলা শহরের বিভিন্ন ভবন আলোকসজ্জায় সজ্জিত করা হয়।
জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন মহান বিজয় দিবস উপলক্ষে নানাবিধ কর্মসূচি পালন করে। দিনব্যাপী এসব আয়োজন মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন জেলা প্রশাসকসহ নেতৃবৃন্দ।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply