সেলিম মাহবুব,সুনামগঞ্জ:
সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার হরিপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা রমা রাণী দাস (৭৫) বৃহষ্পতিবার সকাল ১১-৩০মিনিটে নিজ বাড়ীতে শেষ নিঃশ্বাষ ত্যাগ করেন। বীর মুক্তিযোদ্ধা রমা রাণী দাসের মৃত্যুর খবর ছাতকে পৌছালে শোকের ছায়া নেমে আসে। রমা রাণী দাস পৈতিক বাড়ী ছাতক পৌরসভার বাগবাড়ী মহল্লায়। বাগবাড়ী মহল্লার স্বগীয় হরেন্দ্র কুমার দাসের কন্যা স্বাধীনতার অগ্র সৈনিক বীর মুক্তিযোদ্ধা অহিন্দ্র কুমার দাসের বড় বোন বীর মুক্তিযোদ্ধা রমা রাণী দাস। মৃত্যুকালে এক পুত্র সন্তান ও অনেক আত্মীয় স্বজন রেখে গেছেন। তিনি ছিলেন ৫নং সেক্টরের একজন নার্স তিনি বাংলার বীর মুক্তিযোদ্ধাদের আহত হবার খবর পেলেই তিনি চিকিৎসা
দিয়ে তাদের কে সাড়িয়ে তুলতেন। রমা দাস সাব সেক্টরের বাশতলা ও চেলার সেক্টর কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা মীর শওকত আলী বীর উত্তম। সহকারী সাব সেক্টট কমান্ডার ক্যাপ্টেন হেলাল’র আওতাধীন তিনি মুক্তিযুদ্ধে অংশ নেন। তাকে জাতীয় পতাকা দিয়ে রাষ্ট্রিয় ভাবে গার্ড অব অনার প্রদান করেন। মধ্যনগর উপজেলার নির্বাহী অফিসার উজ্জল রায় ও মধ্যনগর থানার অফিসার ইনচার্জ সজীব আহমদ সহ পুলিশ ফোর্স তাকে গার্ড অব অনার প্রদান করেন। এসময় উপস্হিত ছিলেন কমান্ডার ইউনুছ মিয়া, মুক্তিযোদ্ধা সন্তান এমদাদুর রহমান, মুক্তিযোদ্ধা সন্তান পলাশ চন্দ্র সরকার, স্হানীয় বিনয় তালুকদার, মিটু বিশ্বাস, দুলাল সরকারসহ প্রমুখ। পরে তাকে স্হানীয় শশানে তাকে দাঁহ করা হয়।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply