নিজস্ব প্রতিবেদক:
জামালপুরের মেষ্টায় এক নিরীহ ও হতদরিদ্র বর্গাচাষীর ফসল বিনষ্টের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে রবিবার সকালে
জামালপুর সদর উপজেলার মেষ্টা চৌরাস্তা মোড়ে ফসল বিনষ্টের ঘটনায় অভিযুক্ত দম্পতি মেষ্টা খানবাড়ির রোবেন খানের মেয়ে ঝুমানা খান ও তার স্বামী হাফিজুর রহমান সোহাগের শাস্তির দাবীতে আয়োজিত ঘন্টাকালব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন, ক্ষতিগ্রস্ত বর্গাচাষী সুলতান ও স্থানীয় কৃষকগণ। জানা গেছে, সম্প্রতি ওই দম্পতির ভাড়াটে গুন্ডাবাহিনী দ্বারা আমেরিকা প্রবাসী অংকন খানের দীর্ঘদিনের ভোগদখলকৃত ১৪ শতাংশ জমির বর্গাচাষী সুলতানের হলুদ ফুলে ভরা সরিষাক্ষেতে ট্রাক্টর দিয়ে চাষ করে মাটিতে মিশিয়ে দেয়। এ ঘটনায় বর্গাচাষী সুলতান বাদী হয়ে ওই দম্পতির বিরুদ্ধে জামালপুর সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন। কিন্তু থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও এখনও আসামীদের গ্রেফতার না করায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আরও জানা গেছে, অনতিবিলম্বে দোষীদের গ্রেফতার না করলে বৃহত্তর কর্মসূচীর ডাক দেয়া হবে।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply