মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ
টঙ্গী বিশ্ব ইজতেমা মাঠে সন্ত্রাসী হামলায় খুনের ঘটনার প্রতিবাদে ও সাদপন্থীদের গ্রেফতারের দাবিতে নাটোরের লালপুরে মানববন্ধন বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বেলা ১১ লালপুর উপজেলা উলামা মাশায়েক ও সর্বস্তরের তৌহিদী জনতার আয়োজনে উপজেলার গোপালপুর রেলগেট চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
অধ্যক্ষ ডা. মোঃ ইসমত হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম নাটোর জেলা শাখার সহ সভাপতি হযরত মাওলানা খবির উদ্দিন, কার্যকরী সম্পাদক হযরত মাওলানা আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক হযরত মাওলানা মোজা মুজাসসাস নাঈম, সহ-সাংগঠনিক সম্পাদক হযরত মাওলানা হাফিজুর রহমান, নাটোর জেলা তাবলীগ জামাতের সূরা মাওলানা মোঃ আবুল কালাম আজাদ, লালপুর রওজাতুস সুন্নাহ কওমি মাদ্রাসার নায়েবে মুহতামিম হযরত মাওলানা জিয়াউর রহমান, আব্দুলপুর কওমি মাদ্রাসার মাহতামিম মুফতি আলী আহমেদ, নবীনগর কওমি মাদ্রাসার মুহতামিন হযরত মাওলানা সাখাওয়াত হোসাইন, গৌরীপুর যিননূরাইন কওমি মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা মুফতি মনসুরুল হক, মোহরকয়া কওমি মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা সাদ্দাম হোসেন প্রমুখ।
এছাড়াও বিভিন্ন স্কুল, কলেজ, ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী সহ তাবলীগ জামাতের সাথীগণ উপস্থিত ছিলেন।
গত ১৮ ডিসেম্বর বুধবার মধ্যরাতে টঙ্গী ইজতেমা ময়দানে বিনা কারণে নিরস্ত্র ঘুমন্ত তাবলীগ সাথীদের নিশংস হত্যা হামলাকারী সাদপন্থীদের গ্রেফতার ও বিচারের দাবি করেন। বক্তারা টঙ্গী বিশ্ব ইজতেমার মাঠে খুন ও সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত হুকুমদাতাদের দ্রুত গ্রেফতারের পাশাপাশি মসজিদ ভিত্তিক লালপুর উপজেলা সকল কার্যক্রম স্থায়ীভাবে নিষিদ্ধের দাবি জানান।
মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে তারা উপজেলা পরিষদ চত্বরে সমবেত হয়। এসময় নেতৃবৃন্দ লালপুর উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসানের নিকট জিন্নুরাইন কওমি মাদ্রাসার মুহতামিম মুফতি মানসুরুল হক স্বাক্ষরিত একটি স্মারকলিপি প্রদান করেন। শেষে লালপুর উপজেলা পরিষদ চত্বরে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply