ওসমান গনি,গজারিয়া প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জ গজারিয়া উপজেলা আবেগঘন পরিবেশের মধ্য দিয়ে গজারিয়া বালুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নে উক্ত বিদ্যালয়ের খেলার মাঠে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ও বাংলাদেশ সুপ্রীম কোর্ট আপিল বিভাগের সাবেক বিচারপতি এ এফ এম আবদুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য আ.ক.ম মোজাম্মেল হক।
প্রধান অতিথির বক্তব্যে তিনি ৫ম শ্রেণীর বিদায়ী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা লাভ করে প্রকৃত মানুষ হিসাবে নিজেকে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করে আগামীতে দেশ ও দশের জন্য স্ব স্ব কর্মজীবন থেকে ভূমিকা রাখতে আর্শীবাদ প্রার্থনা করেন।
অনুষ্ঠান শুরুতে বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীরা ফুলের তোড়া দিয়ে অতিথিদের বরণ করে নেন।
উপজেলার বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য মোহাম্মদ শরীফ হোসেনের সঞ্চালনায় উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান, বালুয়াকান্দি ডা.আব্দুল গফফার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম সেলিম, সাবেক ব্যাংক কর্মকর্তা হারুন অর রশিদ প্রমুখ।
এছাড়া, প্রধান শিক্ষক রওশন আরা, বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সহ সভাপতি সাংবাদিক আমিরুল ইসলাম নয়ন সহ
বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলেন।
পরিশেষে ক্লাসে শতভাগ উপস্থিতি শিক্ষার্থী, মেধাবী তালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীদের পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply