সেলিম মাহবুব, সুনামগঞ্জ:
ছাতকে মরহুম হাজী আবুল মহসিন (বট মিয়া) স্মৃতি স্মরণে দুই দিন ব্যাপী “হাজী মহসিন কাপ-২০২৪” ক্রিকেট লীগে ৩২ টিম অংশ নেয়। ২৭ ডিসেম্বর জাকজমকভাবে ছাতক উপজেলা মিনি স্টেডিয়াম (মন্টু বাবুর মাঠে) “হাজী মহসিন কাপ-২৪” অনুষ্টিত হয়। ২৭ ডিসেম্বর ১ম রাউন্ডের ৩২ টিম অংশ নেয়। ২৮ ডিসেম্বর ২য় রাউন্ডের খেলা শেষ করে কোয়াটার ফাইনাল শেষ হয়। ২৮ ডিসেম্বর রাত ১২ ঘটিকায় সেমিফাইনাল সম্পর্ন করে রাত ১ ঘটিকায় ফাইনাল অংশ গ্রহন করে নোমান ফাইম ক্রিকেট ক্লাব বনাম পৌরসভা একাদশ। ৪ ওভারের খেলা। ফাইনালে টসে জয়লাভ করে ব্যাটিং’র সিদ্বান্ত নেয় নোমান ফাইম ক্রিকেট ক্লাব। ৪ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ২৫ রান সগ্রহ করে। ফাইনালে ২য় ইনিংসে পৌরসভা একাদশ শেষ ওভারের শেষ বলে ছক্কা হাকিয়ে জয়লাভ করে। ২৭ই ডিসেম্বর উদ্বোধনের মাধ্যমে মিনি নাইট ক্রিকেট লীগের খেলা শুরু হয়ে ২৮ ডিসেম্বর ফাইনালে সমাপনী অনুষ্টানের মাধ্যোমে সমাপ্তি হয়। উদ্বোধনী ও ফাইনালে উপস্হিত থাকেন মরহুম হাজী আবুল মহসিন (বট মিয়া)র পরিবারের হাজী আজমল মিয়া, সাবেক কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, হাজী আলাউদ্দিন মিয়া, শিক্ষক সালেক মিয়া, মরহুম হাজী মহসিন মিয়া’র নাতি জসিম উদ্দিন সালমান, জিয়া উদ্দিন আদনান, ক্রিকেট লীগের উদ্দ্যোক্তা জহির উদ্দিন দিনান। এসময় অতিথি হিসেবে উপস্হিত ছিলেন ছাতক উপজেলা ক্রীড়া সংস্হার সাধারন সম্পাদক সৈয়দ লাল মিয়া, ছাতক প্রেসক্লাবের সাধারন সম্পাদক আব্দুল আলিম, কার্নিভাল ইন্টারনেটের পরিচালক ও সিলেট ২৪ লাইভ ডট কমের প্রকাশক ও সম্পাদক মাহমুদুল করিম নেওয়াজ, শিক্ষক অজয় কৃষ্ণ পাল, ক্রীড়া সংগঠক ফকরুল ইসলাম, জাবেদ আহমদ, রিপন মিয়া, সায়েদ আহমদ, রুমন আহমদ, রাজিব আচার্য, রইছ মিয়া, শুভ চৌধুরী, স্বপন চৌধুরী, আল আমিন। দুই দিন ব্যাপী খেলায় আম্পায়ারের দ্বায়িত্ব পালন করেন ক্রিকেটার জেনিস, শুভ, তোহা, নিজু, রাব্বী, ইয়ামান। স্কোর বোডে জামিল, জনি, জাবেদ। খেলা পরিচালনা কমিটিতে ছিলেন ছাদিক, রাকিব, হ্নদয়, সাগর, মামুন, সানি, রিফাত, রকিসহ প্রমুখ উপস্হিত ছিলেন। ধারা বর্ণনায় ক্রীড়া সংগঠক ও সাংবাদিক সেলিম মাহবুব ও সংগঠক সাকিব। চ্যাম্পিয়ন পৌরসভা একাদশের হাতে প্রথম পুরুস্কার ফ্রীজ তুলে দেন অতিথিবৃন্দ। রানার্সআপ নোমান ফাইমের হাতে ২য় পুরুস্কার ৩২” এলইডি টিভি তুলে দেন অতিথিবৃন্দ।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply