সেলিম মাহবুব,সুনামগঞ্জ:
ছাতকে ৭ জন কর্মকর্তার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের ৭ সরকারি কর্মকর্তার বদলিজনিত বিদায় সংবর্ধনা সোমবার ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। উপজেলা অফিসার্স ক্লাবের আয়োজনে সন্ধ্যায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন বিদায়ী অতিথি ছাতক উপজেলা স্বাস্থ্যও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রাজীব চক্রবর্তী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা চৌধুরী রাজিব মোস্তফা, তথ্য সেবা কর্মকর্তা সাবিহা মুশতারী। বক্তব্য রাখেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শাহ শফিউর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিজ মিয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কে. এম. মাহবুবুর রহমান প্রমুখ। এ সময় উপজেলা প্রশাসনের
কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। ছাতক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:রাজীব চক্রবর্তী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা চৌধুরী রাজিব মোস্তফা, নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ফয়জুর রহমান, ছাতক থানার অফিসার্স ইনচার্জ মো.শাহ আলম, উপজেলা ভেটেরিনারি সার্জন ডা.ইমান আল হুসাইন, সোনালী ব্যাংকের ম্যানেজার সুমন ভট্টাচার্য এবং তথ্য সেবা কর্মকর্তা সাবিহা মুশতারীর বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply