মোঃ মামুন হোসাইন।স্টাফ রিপোর্টার
জীবনের ঝুঁকি নিয়ে বাসা বাড়িতে, অফিস আদালতসহ বিভিন্ন অনুষ্ঠানে বিদ্যুৎ সংযোগকারী শ্রমিক যোদ্ধাদের সংগঠন পটুয়াখালী ইলেকট্রিশিয়ান শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং- খুলনা-২০৮৬) কার্যনির্বাহী কমিটির তিন বছর মেয়াদের সাধারণ নির্বাচন-২০২৫ বিপুল উৎসাহ উদ্দীপনা এবং আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়েছে। ৪ জানুয়ারী শনিবার শের-ই-বাংলা রোডস্থ ইউনিয়ন কার্যালয়ে সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।
পটুয়াখালী ইলেকট্রিশিয়ান শ্রমিক ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান মোঃ এসাহাক মোল্লা জানান, সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও দুটি সদস্য পদের নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। অনানুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষনা করা হয়েছে।
এ ফলাফলে সভাপতি পদে ২৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন চেয়ার প্রতীক মো. ইব্রাহিম খলিল। তার প্রতিদ্বন্দ্বী আনারস মার্কার প্রার্থী দিলিপ দাস পেয়েছেন মাত্র ৬৪ ভোট। সাধারণ সম্পাদক পদে ঘোড়া মার্কার প্রার্থী মো. আলম তালুকদার ১৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী দোয়াত কলম প্রার্থী মো. জাহিদ পেয়েছেন ১৩৯ ভোট।
সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন গোলাপফুল মার্কা প্রার্থী মো. ফিরোজ খান। তিনি ভোট পেয়েছেন ১৬২ ভােট। তার প্রতিদ্বন্দ্বী বই মার্কার প্রার্থী মো. নয়ন আকন পেয়েছেন ১২২ ভোট। দুটি কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন চশমা প্রতীক প্রার্থী মো. শাহীন আকন। তিনি ভোট পেয়েছেন ২১৬ ও মই মার্কার প্রার্থী মীর কামাল আহম্মেদ। তিনি পেয়েছেন ১৭০ ভোট।
উক্ত নির্বাচনে ৩২৭ জন ভোটারের মধ্যে ৩০২ জন ভোটার ভোট প্রদান করেছেন বলে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান এছাহাক মোল্লা জানান। সাধারণ সম্পাদক পদের প্রার্থী জাহিদ পুনঃগণনার দাবী করায়, এ পদের ভোট রিকাউন্ট করে ৫ জানুয়ারী আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষনা করা হবে বলে এছাহাক মোল্লা এ প্রতিনিধিকে জানান। এ ছাড়া বাকি পাঁচটি সহ-সভাপতি, সহ- সাধারণ সম্পাদক, সহ-সাংগঠনিক, কোষাধ্যক্ষ ও প্রচার সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি মো. আতাউর রহমান বজলু, সহ-সাধারন সম্পাদক মো. আল আমিন খন্দকার, কোষাধ্যক্ষ মো. আমির হোসেন রিপন, দপ্তর সম্পাদক মো. আরিফ খান ও প্রচার সম্পাদক মো. শাহাজাদা গাজী মোস্তফা। শের-ই-বাংলা সড়কস্থ ইউনিয়ন কার্যালয়ে সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply