মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ
নাটোরের লালপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ মাদক বিরোধী অভিযান কালে এক কেজি গাঁজাসহ বাবুল নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
মঙ্গলবার (১৪জানুয়ারি) সন্ধ্যা রাত ৭টার দিকে উপজেলার নাওদাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
লালপুর থানা সূত্রে জানা যায়, নাটোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ইন্সপেক্টর-২ মোঃ নজরুল ইসলামের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে লালপুর উপজেলা নাওদাড়া গ্রামে অভিযান চালায়। এসময় ১কেজি গাঁজা সহ বাবুল প্রামানিক (৫০) নামের এক গাঁজা ব্যবসায়ীকে আটক করে। সে নাওদাড়া গ্রামের আমিন প্রামাণিকের ছেলে।
এ ঘটনায় মঙ্গলবার রাতে লালপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে।
নাটোর ডিবি পুলিশের ইন্সপেক্টর-২ মোঃ নজরুল ইসলাম এঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নুরুজ্জামান জানান, এ ঘটনায় লালপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। আটককৃত আসামিকে বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply