মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টরঃ
এনসিটিবি ভবন ঘেরাওয়ের শাস্তিপূর্ণ কর্মসূচীতে আদিবাসী ছাত্র-জনতার উপর স্টুডেন্ট ফর সভারেন্টি নামের সংগঠনের নেতাকর্মী কর্তৃক হামলার প্রতিবাদে ও জড়িতদের বিচার দাবিতে এবং সংক্ষুবদ্ধ ছাত্র জনতার মিছিলে পুলিশি হামলার প্রতিবাদে নাটোরে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। আজ শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে শহরের মাদ্রাসা মোড়ের স্বাধীনতা চত্ত্বরে জাতীয় আদিবাসী পরিষদ নাটোর জেলা শাখার আয়োজনে এই মানববন্ধন কর্মসুচি পালন করা হয়। মানববন্ধনে অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনটির জেলা শাখার সভাপতি রঘুনাথ এক্কা, সাধারণ সম্পাদক প্রতাপ সিং, দপ্তর সম্পাদক সুজল পাহান, আদিবাসী নেতা কালিদাস রায়,
আদিবাসী ছাত্র পরিষদ জেলা শাখার সভাপতি আঁখি পাহানসহ অন্যান্যরা। মানববন্ধনে বক্তারা বলেন, পাঠ্য পুস্তুকে আদিবাসী গ্রাফিতি মুছে ফেলার মাধ্যমে একটি গোষ্ঠী জাতি বৈষম্য সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। একটি উগ্রবাদী সংগঠন পরিকল্পিতভাবে বিক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতার শান্তিপূর্ণ কর্মসূচীতে হামলা চালিয়ে ফ্যাসিবাদের দৃষ্টান্ত উপস্থাপন করেছে। এদের পেছনে কারা আছে, তাদের লক্ষ্য কি তা জাতির সামনে উদঘাটন করতে হবে। এসময় আদিবাসী ছাত্র-জনতার হামলার উপর প্রতিবাদ ও জড়িতদের বিচার দাবি করেন তারা।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply