চকরিয়া উপজেলা প্রতিনিধি
কক্সবাজারের চকরিয়ায় দু’সহোদর শাহেদ-আরমানের নেতৃত্বে রয়েছে ভূমিদস্যু সিন্ডিকেট। তাদের থেকে রেহাই পাচ্ছেনা ফাঁসিয়াখালী ইউনিয়নের বাসিন্দারা।
স্থানীয় সুত্রে জানা যায়, ফাঁসিয়াখালীর রশিদ আহমদ চৌধুরীর দুই পুত্র শাহেদুল মোস্তফা ও আরমানুল মোস্তফা ভূমিদস্যু,চাঁদাবাজ ও নারীলোভী। তাদের
নেতৃত্বে ছাইরাখালীর ভরাচরে জমি দখলের চেষ্টায় খালেদা বেগম নামের একজনকে কিরিচ দিয়ে কুপিয়ে জখম করে। মহিলা এখন মৃত্যুশয্যায়।
স্থানীয় বাসিন্দা আরিফ জানান, শাহেদুল মোস্তফা অনেক নারীকে কুপ্রস্তাব দেওয়ার কারণে বহুবার জুতাপিটা খেয়েছেন। এলাকায় তাদের কেউ পছন্দ করেনা।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন সচেতন নাগরিক বলেন, শাহেদের বাবা মৃত রশিদ আহমদ চৌধুরী জীবিত থাকাকালীন ফাঁসিয়াখালী মৎস্যজীবী সমবায় সমিতির নামে ৩৩ একরের চিংডি প্রজেক্ট লিজ পেয়েছিলেন কিন্তু অবৈধভাবে দখল করে ভোগ দখলে রেখেছেন ৬৩ একর।
তাদের তবুও পেঠ ভরেনা। ভরাচর এলাকার কিছু সহজ সরল মানুষের জায়গা দখল করতে শতবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন।
ছাইরাখালী এলাকার খালেদা বেগম খুব আক্ষেপ করে বলেন, আমাদের জমিতে শাহেদরা দখল করতে এসে আমাকে কুপিয়ে হত্যার উদ্দেশ্য জখম করেছে। ভাগ্য ভালো এখনো বেঁচে আছি। শুণেছি, আমি অসহায় মানুষের পক্ষে নিউজ করায় সাংবাদিক তৌহিদের বিরুদ্ধে মামলায় আসামি করেছে, তাকে নিয়ে মিথ্যা অপবাদ দেয়া হচ্ছে।
ঘনিষ্ঠসুত্রে জানা গেছে, রশিদ মিয়ার বড় মেয়ে বিয়ে করে এসএম আইয়ুব আলী অবসরপ্রাপ্ত (ল্যাফটেনেন্ট কর্ণেল) তার ছোটমেয়েকেও সে বিয়ে করে এবং মার্শাল কোর্টের ভয়ে স্বেচ্ছায় চাকরি ছাড়েন।আইয়ুব আলী তার দুইমেয়েকে জোর করে বিয়ে করায় প্রতিবাদ করতে গিয়ে রশিদ মিয়াকে তার জামাতা আইয়ুব আলী লাথি দিয়ে দুতলা থেকে ফেলে হাত ভেঙ্গে গিয়ে কিছুদিন পরে তিনি (রশিদ মিয়া) স্ট্রোক করে মারা যান। তার মৃত্যুর পরে তার দুই ছেলে ছাইরাখালীতে জায়গা দখলে নিতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। তার বোনের জামাই আইয়ুব আলীকে দিয়ে চকরিয়া থানায় একটি কাউন্টার মামলা করেন সেখানে সাংবাদিক তৌহিদকেও আসামী করা হয়।
সচেতন মহলের অভিমত, শাহেদ ইতিপূর্বে বিএনপির নেতা পরিচয় দিয়ে গাছের গাড়ি থেকে চাঁদাবাজি করতে গিয়ে জনগনের হাতে গণধোলাই খেয়েছেন। বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন।
এখন একজন সাংবাদিককে আসামী করে জায়গা দখলে নিতে পথ পরিষ্কার করছেন বলে তারা বিভিন্ন মহলে বলে বেড়াচ্ছেন।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply