মোঃ অাব্দুল হামিদ সরকার নীলফামারী (জেলা) প্রতিনিধিঃ
নীলফামারীর ডিমলায় জমি সংক্রান্ত বিরোধে গাছ উত্তলন করা হয়েছে। গয়াবাড়ী ইউনিয়নের ঠাটারি পাড়ায়।অভিযোগ সূত্রে জানা যায় দীর্ঘদিন ধরে একই গ্রামের অহিদুল এর ছেলে সেলিম মিয়ার সাথে হামিদুল এর ছেলে মজনু মিয়া ও সমছের আলীর ছেলে আনাররুল ইসলাম, এর সাথে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে ।স্থানীয় আমিন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তির উপস্থিতিতে জমি মেপে সেলিম ইসলামকে বুঝিয়ে দেন।ঐ জমিতে সেলিম গাছ রোপন করেন।পরবর্তী সময় স্থানীয় আপোষ মিমাংসা না মেনে জোর পূর্বক জমি দখল করতে গিয়ে রোপনকৃত ৫০/৬০টি সুপারি গাছ ও ৪০টি ইউক্যালিপটাস গাছ উপরে ফেলে।অশ্লীল ভাষায় গালিগালাজ সহ দেশীয় অস্ত্রশস্ত্রে মারপিট করতে আসে ও প্রাণনাশের হুমকি দেয় এবং কিছু গাছ চুরি করে নিয়ে যায় । অহিদুল ইসলাম এর ছেলে সেলিম মিয়া বাদী হয়ে,হামিদুলের ছেলে মজনু মিয়া,সমছের আলীর ছেলে জিয়ারুল ইসলাম তারেক ইসলাম, আনারুল ইসলাম, লাভলী বেগম ও রহমত আলীর ছেলে রফিকুল ইসলাম এর বিরুদ্ধে ডিমলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।স্থানীয় লোকজন বলেন ঘটনা সত্য এবং সুষ্ঠ তদন্ত সাপেক্ষে অপরাধীদের আইনের আওতায় আনা হোক।এ প্রসঙ্গে অভিযুক্ত মজনু বলেন বিবাদ সৃষ্টির জন্য রাস্তায় গাছ লাগা যাবেনা সেলিম ও আনারুল দুই জনের গাছ আমি তুলে দিয়েছি।
এবিষয়ে ডিমলা থানা দ্বায়িত্বরত কর্মকর্তা ওসি( তদন্ত) আব্দুর রহিম বলেন,অভিযোগের তদন্ত চলছে।তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply