মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) নাটোর উপ-কেন্দ্রের উদ্যোগে দুই শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বেলা ১১টার দিকে এলজিইডি অভিস চত্ত্বরে এ কম্বল বিতরণ করা হয়। নাটোর এলজিইডি’র প্রধান নির্বাহী প্রকৌশলী ও আইইবির সভাপতি মো. রেজাউল রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বাউটের ভিসি প্রকৌশলী বিগ্র.জেনারেল মো. মিজানুজ্জামান।
বিতরণ অনুষ্ঠানে সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী ও আইইবির সাধারণ সম্পাদক প্রকৌশলী কামরুল হোসেন সরকার, বিএডিসির নির্বাহী প্রকৌশলী সাজ্জাদ হোসেন, নাটোর গণপূর্তের নির্বাহী প্রকৌশলী অমিত কুমার দেবসহ বিভিন্ন অফিসের প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।
কম্বল পেয়ে হাজেরা বেগম বলেন, কম্বল পেয়ে অনেক ভালো লাগছে। এ শীতে কম্বল অনেক প্রয়োজন। আমরা গরীব মানুষ কেনার ক্ষমতা নেই।
রূপালী বলেন, যে শীত পড়েছে, ছেলে-মেয়ে নিয়ে অনেক কস্টে দিন কাটছে। এ কম্বল নিয়ে রাতে শীত নিবারণ হবে।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply