কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: এসএম মাসুদ
গাজীপুরের কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন “তরগাঁও স্কয়ার ডায়াগনস্টিক সেন্টারের” উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৪ জানুয়ারি) বিকালে প্রধান অতিথি হিসেবে ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন করেন গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ।
উপজেলার তরগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি বদরুজ্জামান বেপারীর সভাপতিত্বে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে দোয়া পরিচালনা করেন অধ্যক্ষ মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী। ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুল্লাহ রহমান নাহিদের সার্বিক ব্যবস্থাপনায় এবং উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন খানের পরিচালনায় তথ্য প্রযুক্তি ব্যবহার করে অনুষ্ঠানে যুক্ত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মামুনুর রহমান। অন্যান্যের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান সোহাগ বেপারী, উপজেলা যুবদলের সদস্য সচিব জুনায়েদ হোসেন লিয়ন, কাপাসিয়া
প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা বিএনপির সহসাধারণ সম্পাদক এফ এম কামাল হোসেন,কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম হোসেন আরজু, দূর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সোলায়মান মোল্লা, সদর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও জার্মান প্রবাসী জিয়াউল হক জিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক টিপু খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সম্পুর্ন সেবার মানসিকতায় প্রতিষ্ঠিত স্কয়ার ডায়াগনস্টিক সেন্টার। স্বল্প খরচে উন্নত স্বাস্থ্য সেবার অঙ্গীকার নিয়ে জামান ভবনে শুরু হলো প্রয়োজনীয় নানা ধরনের শারীরিক পরীক্ষা নিরীক্ষা। সঠিক রোগ নির্ণয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসাবে কর্তৃপক্ষ সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply