ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নে গলায় ফাঁস দিয়ে দুই সন্তানের জননী লাবণী সম্পা রানী (২৬) নামে এক মহিলা আত্মহত্যা করেছেন।
৫ ই ফেব্রুয়ারি(বুধবার ) সকাল ১১ টায় সদর উপজেলার গড়েয়া লস্করা গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত সম্পা রানী সদর উপজেলার গড়েয়া লস্করা গ্রামের গাছ মিস্ত্রিরি জরু বর্মনের স্ত্রী।
সরেজমিনে গিয়ে জানা যায়, প্রায় ১১ বছর আগে লস্করা গ্রামের জরু বর্মনের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় একই উপজেলার ভেলাজন গ্রামের জগদিস এর মেয়ে সম্পা রানীর। তাঁদের সংসারে এক ছেলে (৯) ও এক মেয়ে(৫) বছরের দুই সন্তান রয়েছে।
বুধবার (৫ ই ফেব্রুয়ারি) সকালে নিজ রান্না ঘরের ভিতরে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
এই বিষয়ে স্বামী জরু বর্মন বলেন, আমার স্ত্রী সম্পা রানী আমার কাকাত ভাই উত্তম এর সাথে আনুমানিক ১৫ দিন আগে পরকীয়ায় আশক্ত হয়ে বাড়ি থেকে পালিয়ে ঢাকায় চলে যায়। গত ২ ই ফেব্রুয়ারি আমি তাকে ঢাকা থেকে বাসায় নিয়ে আসি এবং গতকাল আমারদের এলাকার মেম্বার সহ মিমাংসা হয়, সে আমার সংসার করবে এমনটা বলে।
মেয়ের মা বলেন, আমি গতকাল আমার বাসায় মেয়েকে নিতে আসছিলাম,আমাকে দেয়নি, মেয়েকে ভয় দেখিয়েছে যাতে আমার সাথে না যায়,যা আমার মেয়ে আমাকে বলেছিলো।
তাই আমরা বাধ্য হয়ে বাসায় চলে যাই।আজ সকালে আমার মেয়ের আত্মহত্যার কথা শুনে আসি। তিনি কান্না জড়িত কণ্ঠে আরও বলেন, আমার মেয়ে আত্মহত্যা করতে পারে না,তাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে।সঠিক তদন্তের মাধ্যমে আমরা এই ঘটনার সঠিক বিচার চাই।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন গড়েয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মানু রাম বর্মন।
ঠাকুরগাঁও সদর ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শহিদুর রহমান বলেন,আমরা ঘটনা শুনে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়, এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্ত করার জন্য নিয়ে আসা হয়েছে।
এই বিষয়ে তিনি আরো জানান মেয়ে বাবা অভিযোগ লেখছেন, অভিযোগ পেলে তদন্ত স্বাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply