বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
বড়লেখায় ফেসবুক সোশ্যাল মিডিয়ায় দৈনিক দিগন্ত প্রতিদিন এর বড়লেখা প্রতিনিধি সাংবাদিক আকরাম হোসাইনকে জড়িয়ে তথাকথিত আলেম মাওলানা রায়হান আহমেদ এবং”Protect Our Sisters” এর বর্তমান এডমিন নাঈম আহমেদ ও আহমদ মোস্তফা তুফায়েল, আরো কতিপয় কুচক্রী মহল কর্তৃক সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও মানহানিকর অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন “PRESS Team Barlekha”।
সকল শ্রেণীপেশার মানুষের প্রিয় ব্যাক্তিত্ব সাংবাদিক আকরাম হোসাইনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে বড়লেখা থানায় একটি জিডি করা হয়েছে।
সাংবাদিক আকরাম হোসেন বলেন উক্ত বিষয় protect our sisters এর সাবেক এডমিন। সাক্ষীরা এবং উক্ত বিবাদীরা উক্ত গ্রুপের সদস্য। বিবাদীরা পরপর কয়েকটি মিটিং করে। উক্ত মিটিংয়ে আমার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট কথাবার্তা বলে। উক্ত বিষয়ে আমি তাহাদেরকে জিজ্ঞাসাবাদ করিলে তাহারা আমাকে খুন জখমের হুমকি ধামিক প্রদান করে।
পরবর্তীতে আমার বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার শুরু করে। একপর্যায়ে বিবাদীরা তাহাদের ফেসবুক আইডি হইতে আমার ও আমার সহপাঠীদের কিছু ছবি ও ভিডিও পোষ্ট করে। যাহার কারণে আমি ও আমার সহপাঠীদের সামাজিক ভাবে হেয় হইয়াছি। আমাদের সম্মান হানী ঘটিয়াছে। উক্ত ঘটনার বিষয়ে ১,২,৩ ও ৪নং সাক্ষীরা বিবাদীদেরকে এই ধরণের কুৎসা এবং মানসম্মানের হানী না করার জন্য অনুরোধ করিলে বিবাদীরা তাহাদের উপর ক্ষিপ্ত হয়ে তাহাদের বিরুদ্ধেও ফেসবুকে নানা ধরণের আজেবাজে লেখা পোষ্ট করিতেছে এবং তাহাদেরকে প্রতিনিয়ত হুমকি ও ভয়ভীতি দেখাইয়া আসিতেছে। সর্বশেষ ১৬/০২/২০২৫ইং তারিখ সন্ধ্যা অনুমান ০৬:২০ ঘটিকায় আমি ও বর্ণিত সাক্ষীরা বড়লেখা বাজারস্থ ডিভান রেস্টুরেন্টে পাইয়া আমাদেরকে লক্ষ্য করিয়া নানা রকম উস্কানি মূলক কথাবার্তা ও হুমকি/ভয়ভীতি এবংকলের মাধ্যমে হত্যার হুমকি দেয়। এমতাবস্থায় আমি ও বর্ণিত সাক্ষীরা আতংকে আছি। উক্ত বিবাদীরা হিংস্র ও খারাপ প্রকৃতির লোক। বিবাদীরা যেকোন সময় আমার ও সাক্ষীদের জান ও মালের ক্ষয়ক্ষতি করিতে পারে।
কিন্তু সকল মহলের কাছে পরম শ্রদ্ধেয় ব্যক্তি। এই রকম মানুষকে জড়িয়ে এমন মানহানিকর মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। পরিতাপের বিষয় এই যে, ঐ ব্লগের মিথ্যা ইস্কিন শর্ট এডিটিং করে মিথ্যা প্রোপাগান্ডায় বড়লেখা থানায় জিডি করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
একজন মানুষকে জড়িয়ে এমন মানহানিকর জঘন্য মিথ্যাচার করা থেকে বিরত থাকার জন্য “PRESS Team Barlekha” কর্তৃপক্ষ আহ্বান জানিয়েছেন। অন্যথায় অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে। এক-ই সাথে এসব অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান তাঁরা।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply