তাহিরপুর সুনামগঞ্জ প্রতিনিধি
যাদুকাটা নদীর পূর্বপাড় অদ্বৈতবাড়ি মন্দির এলাকা ও সাবেক এমপি আব্দুজ জহুর সাহেবের বাড়ির নিচ সংলগ্ন এলাকা থেকে বালু উত্তোলনের অভিযোগে ৩ ব্যক্তিকে আটক ও ৩ টি নৌকা জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আটককৃতরা হলেন- উপজেলার বাদাঘাট ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের মোক্তার মিয়ার ছেলে ফারুক হোসেন (৩২), একই ইউনিয়নের দিঘিরপাড় গ্রামের দুলাল মিয়ার ছেলে রাখাব উদ্দিন (২০), বালিজুড়ি ইউনিয়নের মাহতাবপুর গ্রামের রমজান আলীর ছেলে আলেক শাহ (২৫)।
মঙ্গলবার বিকালে যাদুকাটা নদী থেকে নদীর পাড় কেটে বালু উত্তোলনের সময় তাদের অঅটক করা হয়।
আটককৃত প্রত্যেকের ১৫ দিন করে বিনাশ্রম কারাদন্ড ও তিনটি বালি বোঝাই নৌকা স্থানীয় ইউপি সদস্য জামাল উদ্দিনের জিম্মায় দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবুল হাসেম।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবুল হাসেম বলেন, মঙ্গলবার বিকালে যাদুকাটা নদীর পূর্বপাড় অদ্বৈতবাড়ি মন্দির এলাকা ও বিন্নাকুলি ব্রীজ সংলগ্ন এলাকা থেকে পুলিশ ও আনসার সদস্যদের সাথে নিয়ে বালু উত্তোলনের ৩ ব্যক্তিকে আটকও তিনটি নৌকা জব্দ করা হয়। আটককৃত ৩ জনকেই ১৫ দিন করে বিনাশ্রম কারাদ- দেয়া হয়েছে।আর তিনটি বালি বুঝাই নৌকা ইউপি সদস্যের জিম্মায় দেওয়া হয়েছে পরবর্তীতে আইনি ব্যাবস্থা গ্রহন করা হবে।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply