মোঃ মামুন হোসাইন।স্টাফ রিপোর্টার
পটুয়াখালীতে পুকুরের পানিতে ডুবে রহিত সাহা নামে (৫) বছরের এক শিশুর মৃ*ত্যু হয়েছে বলে সংবাদ পাওয়া গেছে।
বৃহস্পতিবার ১৩’মার্চ পৌর শহরের ৪ নং ওয়ার্ড মধ্য পশ্চিম আরামবাগ এলাকায় এ ঘটনা ঘটে। মৃ-ত রহিত আরামবাগ এলাকায় সরকারি আবাসিক বিদ্যালয়ের প্রাক প্রাথমিক শ্রেনিতে পড়াশোনা করতো, পিতা স্থানীয় বাসিন্দা শ্যামল চন্দ্র সাহা, মায়ের নাম লক্ষী রানী সাহা।
পারিবারিক ও স্থানীয় সুত্রে, আনুমানিক দুপুর দেড়টার সময় খেলতে গিয়ে রহিত নিখোঁজ হয়। এরপরে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা বিভিন্ন স্থানে খোজাখুজি করে না পেয়ে এলাকায় মাইকিং করেন। বিকেল বেলা ঘটনাস্থলের আশেপাশের সিসি ক্যামেরা ফুটেজের সময় দুপুর দেড়টায় রহিতকে বাসার সামনে খেলতে দেখা যায়। প্রতিবেশীদের কাছে জানগেছে ঘটনার দিন বাসার সামনে দুই বেঁদে নারীকে দেখাগেছে তারা হয়তো রহিতকে নিয়ে যেতে পারে বলেও অনেকের ধারনা জন্ম নেয়। দীর্ঘ কয়েকঘন্টা খোজাখুজি করে ও রহিতের সন্ধান মেলেনি। দিন শেষে সন্ধ্যা হলে বাড়ির আশেপাশে পুকুর ডোবা নালায় খোঁজ করতে থাকেন পরিবারের লোকজন ও স্থানীয় বাসিন্দারা। এক পর্যায়ে রাত আনুমানিক আটটার সময় বাড়ির ভিতরে পুকুরের একপাশে শিশুটির জুতা ভাসতে দেখতে পায়। তাৎক্ষণিক সকলে মিলে পুকুরে নেমে খোজাখুজি করে রহিতকে পুকুরের পানিতে ডুবন্ত অবস্থায় পাওয়া যায়। উদ্ধার করে পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রহিতকে মৃ*ত ঘোষণা করেন।
এ বিষয়ে পরিবারের একাধিক সদস্যদের কাছে জিজ্ঞেসা করা হয় কোন শ*ত্রুতামুলক কিংবা কাউকে সন্দেহ হয় কিনা তারা বলেন আশে পাশের কারো সাথে তাদের শ*ত্রুতা নেই। পরিবারের সদস্যদের ধারনা বাসা থেকে বের হয়ে খেলতে গিয়ে পুকুরে পরে গেছে রহিত। কারোপ্রতি কোন সন্দেহ নেই বলে জানান।
ঘটনাস্থলে পরিদর্শন করেছে পটুয়াখালী সদর থানা পুলিশ, পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ ম*র্গে পাঠানো হয়নি। এরপরও আইনগত প্রক্রিয়া শেষ হলে রহিতকে শেষকৃত্য করা হবে বলে জানান পরিবারের সদস্যরা।
Leave a Reply