সেলিম মাহবুব,ছাতকঃ
ছাতকে জাউয়াবাজারের লক্ষনসোম এলাকায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধকৃত জমিতে পাকাঘর নির্মাণ ও মাটি কেটে ভিট তৈরী করছে গ্রামের মৃত খেলু মিয়ার পুত্র সেলিম মিয়া ও হেলিম মিয়া। বৃহস্পতিবার ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে পাকাঘর নির্মাণের কাজ করে যাচ্ছেন সেলিম মিয়ার মিস্ত্রিরা। জাউয়াবাজার ইউনিয়নের লক্ষনসোম গ্রামের মৃতঃ উমর আলীর পুত্র নাসির উদ্দিন তার মাতা জমিরুন নেছার নামে রেকর্ডিয় লক্ষনসোম মৌজার ১৫৫ খতিয়ানের ২৫৩,২৫৪ ও ২৫০ দাগের ভুমিতে প্রতিপক্ষরা জোরপূর্বক পাকা দালান ঘর নির্মাণ করছে এ অভিযোগ এনে গত ১২.০৩ ২৫ ইং তারিখ সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা (নং ২০৩/২৫) দায়ের করেন। মামলার প্রেক্ষিতে আদালত ফৌজধারী কার্যবিধি ১৪৪ ধারা মোতাবেক ভুমিতে নিষেধাজ্ঞার আদেশ প্রদান করেন। এতে বলা হয় নালিশা ভুমিতে দখল সংক্রান্ত বিষয় সুষ্পষ্ট নয় এবং নালিশা ভুমিতে শান্তি ভঙ্গের আশংকা বিদ্যমান। উভয় পক্ষের লোকজনকে শান্তি-শৃঙ্খলা পরিপন্থী কোন কাজ না করার জন্য বারণ করা হয়। এবং আদেশটি ছাতক থানায় প্রেরণ করা হলে জাউয়াবাজার পুলিশ তদন্তকেন্দ্রের এ এসআই মোঃ সোলাইমান কবিরকে এ ব্যাপারে দায়িত্ব প্রদান করা হয়। দায়িত্ব প্রাপ্তির পর এ এসআই মোঃ সোলাইমান কবির উভয় পক্ষকে নোটিশ প্রদান করে ঘটনাস্থলে পৌছে শান্তি শৃঙ্খলার স্বার্থে নালিশা ভুমিতে ঘর নির্মাণ সহ সকল প্রকার কার্যক্রম বন্ধ করে দেন। কিন্তু আদালত ও পুলিশের নিষেধ অমান্য করে লক্ষনসোম গ্রামের সেলিম মিয়া, হেলিম মিয়া পাকাঘর নির্মাণ ও মাটিভরাট কাজ অব্যাহত রেখেছেন। এতে উভয় পক্ষের মধ্যে দাঙ্গা সহ শান্তি ভঙ্গের আশংকা বিরাজ করছে।
Leave a Reply