মোঃ মামুন হোসাইন।স্টাফ রিপোর্টার
পটুয়াখালীতে মাত্র ১২০ টাকা খরচে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ২১ জন তরুণ-তরুণী চাকরি পেয়েছেন।
নিয়োগ প্রক্রিয়ায় মোট ১,৩৮৮ জন প্রার্থী আবেদন করেন। এর মধ্যে ১৮৭ জন লিখিত ও মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হন। শারীরিক, লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চূড়ান্তভাবে ২১ জন নিয়োগ লাভ করেন।
জেলা পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ জানান, এই নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের ঘুষ বা অবৈধ আর্থিক লেনদেন ছাড়াই শতভাগ স্বচ্ছতার ভিত্তিতে প্রার্থী নির্বাচন করা হয়েছে। আবেদনকারীদের কাছ থেকে শুধুমাত্র সরকার নির্ধারিত ১২০ টাকার আবেদন ফি নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, “পটুয়াখালী জেলা পুলিশ প্রমাণ করেছে, মেধা ও যোগ্যতার ভিত্তিতে সরকারি চাকরি পাওয়া সম্ভব। এই উদ্যোগ তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং নিয়োগ প্রক্রিয়ার প্রতি জনগণের আস্থা বাড়াবে।”
শুক্রবার সকাল সাড়ে ১০টায় পুলিশ লাইন্সে নবনিযুক্তদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিনা ঘুষে স্বচ্ছ প্রক্রিয়ায় চাকরি পেয়ে আবেগাপ্লুত নবনিযুক্তরা জানান, এটি তাদের জীবনের অন্যতম বড় অর্জন।
Leave a Reply