হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে “সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাসবাদ প্রতিরোধ এবং সামাজিক সমস্যা নিরসনে ইমামগণের ভূমিকা” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র হলরুমে উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মুহাম্মদ ফরহাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানা পুলিশ পরিদর্শক তদন্ত রফিকউদ্দিন, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী রজব আলী, ইসলামী ফাউন্ডেশনের
এমসি আমিরুল ইসলাম, মডেল মসজিদের পেশ ইমাম ও থানা জামে মসজিদের খতিব প্রমুখ।
এ ছাড়াও সভায় উপজেলা ইসলামী ফাউন্ডেশনের বিভিন্ন শিক্ষক, কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বক্তারা সমাজে শান্তি, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং সন্ত্রাসবাদ প্রতিরোধে ইমামদের দায়িত্বশীল ভূমিকার ওপর বিশেষভাবে গুরুত্বারোপ করেন।
Leave a Reply