
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: এস এম মাসুদ
হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে জানিয়ে গাজীপুরের কাপাসিয়া উপজেলা বিএনপির ধন্যবাদ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ অক্টোবর) সকাল ১১ টায় কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির সামনে ধন্যবাদ জ্ঞাপন করে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক আফজাল হোসেনের সভাপতিত্বে, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা বলেন, কোন অপ্রীতিকর অঘটন ছাড়াই সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আনন্দ উৎসবের মধ্য দিয়ে সমাপ্ত হয়েছে। আমাদের শঙ্কা ছিল দুর্গাপূজাকে কেন্দ্র করে দেশের নৈরাজ্য সৃষ্টি করার চক্রান্ত হতে পারে, কিন্তু না কাপাসিয়ায় এবছর গত বছরের চেয়ে অতিরিক্ত ৮ টি পূজা মন্ডপসহ মোট ৭০ টি পূজা মন্ডপে কোন বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই পূজা অনুষ্ঠিত হয়েছে। তিনি বলেন, কাপাসিয়ার গণমানুষের নেতা গাজীপুর জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলার বিএনপির সভাপতি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে সংসদ সদস্য প্রার্থী শাহ রিয়াজুল হান্নান রিয়াজের দিকনির্দেশনায় প্রতিটি পূজা মন্ডপে দলীয় নেতাকর্মীদের অক্লান্ত পরিশ্রমের জন্য সংশ্লিষ্টদের কৃতিত্ব দিয়ে বলেন, সরকারের উচ্চপর্যায়ের সরাসরি মনিটরিং থেকে শুরু করে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

উপদেষ্টাসহ সরকারি অন্যান্য দপ্তরের আন্তরিক সহযোগিতায়, বিশেষ করে উপজেলা আইনশৃঙ্খলা বাহিনীর অক্লান্ত পরিশ্রম জাতির বিবেক সাংবাদিকদের সহযোগিতায় এবারের পূজা নির্বিঘ্নে উদযাপিত হয়েছে। এ-সময় ধন্যবাদ জ্ঞাপন ও আলোচনা সভায় অন্যান্য মাঝে পূজা উদযাপন কমিটির সভাপতি মিল্টন সরকার, সম্পাদক উজ্জ্বল ভৌমিক, উপজেলা পূজা উদযাপন কমিটির সাবেক সভাপতি ও সম্পাদক গৌতম ভৌমিক, চিত্তরঞ্জন সাহা, জেলা মহিলা দলের সভাপতি জান্নাতুল ফেরদৌসী, জেলা বিএনপি সদস্য আফজাল হোসেন, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি ও বিএনপির যুগ্ম সম্পাদক এফএম কামাল হোসেন, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য জাকির হোসেন চৌধুরী কামাল, বাজার ব্যবসায়ী সমিতির সদস্য সচিব সাইফুল ইসলাম শাহীন, প্রেসক্লাবের সাবেক সভাপতি সঞ্জীব কুমার দাস, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক শামসুল হুদা লিটন, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন হোসেন শামীম, দৈনিক জনকণ্ঠ কাপাসিয়া প্রতিনিধি এস এম মাসুদ,জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইমরান হোসেন শিশির, করিহাতা ইউনিয়ন বিএনপির সভাপতি এডভোকেট লুৎফুর রহমান দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সোলায়মান মোল্লাসহ উপজেলা বিএনপির ও অঙ্গ সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply