সেলিম মাহবুবঃ
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক, ছাতক-দোয়ারাবাজার নির্বাচনী এলাকার সাবেক সংসদ সদস্য ও সুনামগঞ্জ জেলা বিএনপি'র আহবায়ক কলিম উদ্দিন আহমেদ মিলন বলেছেন,বিএনপি'র রাজপথের আন্দোলন এখনো শেষ হয়নি। প্রিয় মাতৃভুমি ও জাতীয় নির্বাচন নিয়ে গভীর যড়যন্ত্র চলছে।
আন্দোলন-সংগ্রামের মাধ্যমেই আমাদেরকে গণতন্ত্র প্রতিষ্ঠাও সঠিক সময়ে জাতীয় নির্বাচন আদায় করে নিতে হবে। জাতীয় নির্বাচনের মাধ্যমে
গঠিত সরকার ছাড়া দেশে গনতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবেনা।
একটি মহল নিজেদের স্বার্থ হাসিলে দেশ ও জাতির আশা-আকাংকা নিয়ে ছিনি-মিনি খেলা করছে। তাদের অতীত সময় ও ভালো ছিলোনা। পিআর পদ্ধতি-গণভোট এসব দাবি তুলে তারা জাতীয় নির্বাচন বানচালের যড়যন্ত্র করছে। দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তার করছে তারা।আমরা ঐক্যবদ্ধ ভাবে সকল যড়যন্ত্র ও চক্রান্ত-কে রুখে দেয়ার আন্দোলন চালিয়ে যেতে হবে।
তিনি আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ছাতক-দোয়ারাবাজারে ধানের শীষ প্রতিকের বিজয় নিশ্চিত করতে হবে। মানুষের কাছে যেতে হবে।এ জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান "তারেক রহমান" ঘোষিত জাতির মুক্তি সনদ,রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা দাবির লিফলেট ও ধানের শীষ প্রতিকের দাওয়াত সকল গ্রামে-গ্রামে ও বাড়ি-বাড়ি পৌঁছে দিতে হবে।
শনিবার (১ নভেম্বর) সন্ধ্যায় ছাতক শহরের মাছ বাজার ও কাঁচা বাজার এলাকায় ৩১ দফার লিফলেট বিতরণ শেষে উপস্থিত ব্যবসায়ী-জনতা ও নেতা-কর্মীদের উদ্দেশ্যে কলিম উদ্দিন আহমেদ মিলন এসব কথা বলেছেন।
এসময় ছাতক পৌর বিএনপি'র আহবায়ক শামছুর রহমান শামছু, যুগ্ম আহবায়ক ও সাবেক পৌর কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, যুগ্ম আহবায়ক সামসুর রহমান বাবুল, পৌর
আহবায়ক কমিটির সদস্য তানিমুল ইসলাম তানিম, সৈয়দ জাহাঙ্গীর আলম, শফি উদ্দিন, আকিল আলী, বিএনপি নেতা জাহেদুল ইসলাম আবাব, কুতুব উদ্দিন, হাজী আশিদ আলী, আজর আলী, আব্দুল হাই, আবুল হোসেন, নুরুল ইসলাম, মকবুল হোসেন, আলা উদ্দিন,তাজুল ইসলাম তালুকদার, সৈয়দ জুনেদ, ইলিয়াস আহমেদ, মো.ফখরুল আলম, লালু শাহ, কাজল মিয়া,খলিলুর রহমান, পিয়ারা মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো.বাকি বিল্লাহ, জাসাসের আহবায়ক আব্দুল আলিম, জেলা স্বেচ্ছা সেবক দলের যুগ্ম আহবায়ক মো. বাহা উদ্দিন শাহী, উপজেলা যুগ্ম আহবায়ক মো.তোফায়েল খান বিপন
যুবদল নেতা লিজন তালুকদার, ফয়জুল আহমেদ পাবেল, তারেক আহমদ, জাহাঙ্গীর আলম, আব্দুল মোনেম মামনুন, মজনু মিয়া, ইজাজুল হক রনি, নোমান ইমদাদ কানন, জয়নাল আবেদীন রফিক, কামরুল হাসান কামরান, সালেহ আহমদ, মানিক মিয়া, ইমরান হাসান, আব্দুল্লাহ সনি, রুমান তালুকদার, এনাম খান,কামাল উদ্দিন, বদরুল আলম। শ্রমিক দল নেতা একে এম লুৎফুল আলম, আবু সুফিয়ান বাবুল, ফেরদৌস আহমদ বাবুল,
ছাত্রদলের আব্দুল বাকি মুহিত, স্বাচ্ছা আবেদীন, শাহেদ ইয়াসিন, শাওন আহমদ,রাহেল আহমদ , লাভলু তালুকদার, সোনা আলী, রুহুল আমিন, মাহদি উল আলম, আল আমিন তাশরিফ, ইশতিয়াক আম্বিয়া রায়হান, ঈশান হাবিব সোহান প্রমুখ।