কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কাপাসিয়ায় শিক্ষাঙ্গনে এক নতুন মাত্রা যোগ করে ব্রি. জে. (অবঃ) আ.স.ম হান্নান শাহ্ স্মৃতি ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত হলো 'তরুণ মেধার স্বীকৃতি' শীর্ষক এইচ.এস.সি ও আলিম কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা -২০২৫। অদম্য মেধাবীদের সম্মাননা জ্ঞাপনের এই মহতী উদ্যোগ শিক্ষানুরাগী মহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি,বিচার বিভাগ সংস্কার কমিশনের চেয়ারম্যান ও হান্নান শাহ্ স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি বিচারপতি শাহ্ আবু নাঈম মমিনুর রহমান। তিনি তাঁর বক্তব্যে বলেন, “মেধা ও মননের এই সম্মিলন কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, বরং আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণার বাতিঘর। জ্ঞানের আলোয় সমাজকে আলোকিত করার গুরুদায়িত্ব এই কৃতী শিক্ষার্থীদের উপরই ন্যস্ত।”
'মেধাবী নয়, পরিশ্রমীরাই সফল হয়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (৮ নভেম্বর) বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রয়াত নেতা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ্ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলা মডিউল কনবেনসন হলে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক শাহ্ রিয়াজুল হান্নান।

তিনি তাঁর বক্তব্যে গুণীজনদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শিক্ষার্থীদের দেশপ্রেম ও নৈতিক মূল্যবোধের দীক্ষায় উজ্জীবিত হওয়ার আহ্বান জানান। হান্নান শাহ্ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে এবার এইচএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৩০ জন, আলিমের ১০ জন এবং কারিগরি শিক্ষার ২ জনসহ মোট ৪২ জন কৃতি শিক্ষার্থীকে নগদ অর্থ ও সনদপত্র প্রদান করা হয়। এর আগে এসএসসি ও দাখিল কৃতি শিক্ষার্থীদেরও সংবর্ধনা দেওয়া হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে তরুণদের অনুপ্রাণিত করেন দেশের বরেণ্য শিক্ষাবিদ ও সমাজসেবক প্রফেসর এ.কে.এম মাজহারুল ইসলাম, ময়মনসিংহ শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির সদস্য সচিব,সৈয়দ আক্তারুজ্জামান ফরিদ,কাপাসিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা, বাংলাদেশ হেফাজতে ইসলামের নায়েবে আমির ও শহীদ তাজউদ্দীন আহমদ সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ মো. মিজানুর রহমান চৌধুরী,অধ্যাপক মোঃ আফলাতুন, শিক্ষানুরাগী অ্যাডভোকেট শাহ্ বখতিয়ার, কাপাসিয়া উপজেলা বিএনপির সিনিয়র নেতা ফ. ম. মমতাজ উদ্দিন রেনু, প্রাক্তন পরীক্ষা নিয়ন্ত্রক হোসাইন মোহাম্মদ ফারুকী, সিঙ্গুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, বর্ণমালার শিক্ষার্থী নওশিন রায়হান প্রমুখ। বিশেষ অতিথিবৃন্দ সম্মিলিতভাবে উল্লেখ করেন, এই ধরণের স্বীকৃতি শিক্ষার্থীদের শিক্ষাজীবনের মাইলফলক হিসেবে কাজ করে। তাঁদের মতে, “ব্রি. জে. (অবঃ) আ.স.ম হান্নান শাহ্ স্মৃতি ফাউন্ডেশন শিক্ষাকে কেবল একটি ডিগ্রি অর্জনের মাধ্যম না দেখে এটিকে জীবন গঠনের মূলমন্ত্র হিসেবে প্রতিষ্ঠা করার যে প্রয়াস চালাচ্ছে, তা সত্যিই অনুকরণীয়।” অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল হক। উক্ত অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক,বিপুল সংখ্যক শিক্ষার্থী, বিএনপি নেতৃবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিতি ছিলেন। এ-সময় ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও তারা শিক্ষামূলক কর্মকাণ্ডের ধারা অব্যাহত রাখবে এবং জাতির মেধা বিকাশে কার্যকর ভূমিকা পালন করবে।