তাহিরপুর সুনামগঞ্জ প্রতিনিধি
রাজধানীর শাহবাগে প্রাথমিক শিক্ষকদের উপর হামলার ঘটনার প্রতিবাদে সারা দেশের ন্যায় তাহিরপুরেও কর্মবিরতি পালন করছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।
রবিবার সকাল থেকে দেশের বিভিন্ন জেলার বিদ্যালয়গুলোতে ক্লাস বন্ধ রেখে শিক্ষকরা প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিচ্ছেন।
শিক্ষকরা জানিয়েছেন, দশম গ্রেড সহ তিন দফা দাবী আদায়ে শাহবাগে শিক্ষকদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলার ঘটনায় তারা গভীর ক্ষোভ প্রকাশ করেছেন এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন। একই সঙ্গে তারা বলেছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে।
রাজধানীসহ সারাদেশে শিক্ষকরা ব্যানার, ফেস্টুন ও কালো ব্যাজ ধারণ করে প্রতিবাদ জানাচ্ছেন। এর ফলে সারাদেশের প্রাথমিক বিদ্যালয়গুলোর পাঠদান কার্যক্রম কার্যত বন্ধ রয়েছে।