ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৫ উপলক্ষে পিরোজপুরের ভাণ্ডারিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মাহমুদ গ্রুপের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৯ নভেম্বর) বিকেলে ভাণ্ডারিয়া বাসস্ট্যান্ড থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কালিমা চত্বরে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর হোসেন, সাবেক যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা শরীফ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম প্রমুখ।
এ সময় আরও উপস্থিত ছিলেন পৌর যুবদলের আহ্বায়ক মেহেদী হাসান মুন্সী, যুবদল নেতা সামজিদ মিয়া, হানিফ আল খলিফা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মিলন, কৃষক দলের সাধারণ সম্পাদক মনির মল্লিক, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মাহফুজুল ইসলাম উজ্জ্বল ও ভাণ্ডারিয়া সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক মেরাজুল ইসলাম প্রমুখ।

সভায় বক্তারা বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় সংঘটিত বিপ্লব জাতির ইতিহাসে এক গৌরবময় অধ্যায়। এটি আমাদের সংগ্রামী চেতনার উৎস হিসেবে প্রেরণার স্থায়ী প্রতীক।
তারা আরও বলেন, পিরোজপুর-২ (ভাণ্ডারিয়া-কাউখালী-নেছারাবাদ) আসনে জনগণের রায় ও তৃণমূলের বাস্তবতা বিবেচনা করে ত্যাগী ও জননন্দিত নেতা মাহমুদ হোসেনকে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে পুনর্বিবেচনা করা উচিত। তাঁকে বাদ দিয়ে অন্য কাউকে প্রার্থী করা হলে তৃণমূলে নেতাকর্মীদের মধ্যে অস্থিরতা সৃষ্টি হতে পারে।
বক্তারা দলের হাইকমান্ডের প্রতি আহ্বান জানান, গণমানুষের প্রত্যাশা ও তৃণমূলের মতামত বিবেচনা করে সিদ্ধান্ত পুনর্মূল্যায়ন করার জন্য।