
তাহিরপুর সুনামগঞ্জ সুনামগঞ্জ
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে অন্ধকারে ডুবে থাকা রাস্তাগুলো এখন আলোকিত। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান মানিক এর নেতৃত্বে ‘তাহিরপুর সদরের বিভিন্ন রাস্তায় স্ট্রিট লাইটের ব্যাবস্থা করে আলোয় আলোকিত করা হয়।
অন্ধকার ভেঙে আলো দীর্ঘদিন ধরে উপজেলা সদরের বিভিন্ন রাস্তা এবং সদর বাজার রাতে অন্ধকারে নিমজ্জিত থাকত। নিরাপত্তাহীনতা ও চলাচলের অসুবিধা ছিল নিত্যদিনের সমস্যা। সেই চিত্র বদলে দিয়েছেন ইউএনও মেহেদী হাসান মানিক। স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে অল্প সময়ের মধ্যেই স্থাপন করা হয়েছে চল্লিশটি স্ট্রিট লাইট।
সাধারণ মানুষের মুখে হাসি, আলোকিত সড়ক বাজার ও থানা পাড়া রাস্তা এখন প্রাণ ফিরেছে। সন্ধ্যার পর বাজারে বেড়েছে ক্রেতা–বিক্রেতার আনাগোনা,রাস্তা দিয়ে মনের সুখে মানুষ চলাফেরা করছে।
স্থানীয় বাসিন্দা আবদুল বারিক বলেন, “দীর্ঘদিন সদর বাজার এবং উপজেলার আশ পাশের রাস্তা অন্ধকারে নিমজ্জিত থাকতো। উপজেলা নির্বাহী কর্মকর্তার উদ্যোগকে আমরা ব্যাবসায়ীরা স্বাগত জানাই।তিনি স্বল্প সময়ের মধ্যে আলোকিত করেছেন তাহিরপুর সদর কে।
ইউএনও মেহেদী হাসান মানিক বলেন, “মানুষের জীবনযাত্রা সহজ ও নিরাপদ করতে আমরা এ উদ্যোগ নিয়েছি
সরকারি–বেসরকারি সহযোগিতায় ‘আলোকিত তাহিরপুর’কে আরও বিস্তৃত করা হবে। উপজেলার পর্যটনকেন্দ্র ও নদীপাড় এলাকাতেও সোলার লাইট স্থাপনের পরিকল্পনা রয়েছে।
স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, এই উদ্যোগের ফলে তাহিরপুর শুধু উন্নয়নের নয়, উদ্ভাবনী কর্মকাণ্ডেরও একটি দৃষ্টান্ত হয়ে উঠছে।আমরা সকলেই উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের এই উদ্যোগকে স্বাগত জানাই। আমরা চাই পুরো তাহিরপুর আলোয় আলোকিত হউক।
Leave a Reply