তাহিরপুর সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় যাদুকাটা নদীসহ বিভিন্ন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও নদীর পাড় কাটা বন্ধে কঠোর অবস্থান নিয়েছেন উপজেলা প্রশাসন। দায়িত্ব গ্রহণের পর থেকেই উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান মানিক দিন-রাত অক্লান্ত পরিশ্রম করে আইন-শৃঙ্খলা ও পরিবেশ রক্ষায় কাজ করে যাচ্ছেন।
ইতোমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে ৮ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রতিদিন নিয়মিতভাবে মাঠে অভিযান পরিচালনা করছেন। অবৈধভাবে শেইপ মেশিন চালানোর চেষ্টা করলে মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে কারাগারে পাঠানো হচ্ছে।প্রশাসনের পক্ষ থেকে ২৩/১১/২৫ পর্যন্ত যাদুকাটা নদীতে ৯৭ টি অভিযান পরিচালনা করা হয়,মামলা হয় ১১৫ টি, ৯৪ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড হয়,জরিমানা করা হয় আনুমানিক ১০ লক্ষ টাকা, নৌযান জব্দ করা হয় ৪৫ টি নিয়মিত মামলা হয় ২ টি।
ইউএনও মেহেদী হাসান মানিক বলেন, যাদুকাটা নদীর পরিবেশ রক্ষায় অভিযান অব্যাহত থাকবে। অবৈধভাবে বালু উত্তোলনে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।নদীতে কোন চক্র অবৈধভাবে শেইপ মেশিন দিয়ে বালু উত্তলন করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠিন আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
প্রশাসনের কঠোর অবস্থানের কারণে একটি অসাধু মহল সাম্প্রতিক সময় প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচার চালানোর চেষ্টা করছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে প্রশাসন জানিয়েছে— যে কোনো অপপ্রচার সত্ত্বেও পরিবেশ রক্ষার এই অভিযান বন্ধ হবে না।এই অভিযান চলমান থাকবে।
স্থানীয় সচেতন মহল বলেন, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে প্রশাসনের এমন কঠোর উদ্যোগ নদী, হাওর ও স্থানীয় পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।তারা উপজেলা ও জেলা প্রশাসন কে ধন্যবাদ জানিয়ে বলেন যাদুকটা নদীর ইতিহাসে এমন অভিযান এর আগে কখনো পরিচালনা হয়নি। তারা বলেন সনাতন পদ্ধতিতে শ্রমিকরা বালু উত্তলন করে হাজারো হাজার শ্রমিক জীবিকা নির্বাহ করছেন।অবৈধভাবে যারা বাল আহরন করতে চায় তাদের বিরুদ্ধে প্রশাসনের পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।