হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি ও জেলা কমিটির সদস্য তৈমুর হোসেন (৬৯) গতকাল বুধবার ১০ ডিসেম্বর দুপুরে পৌর শহরের নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি… রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে পক্ষাঘাতজনিত রোগে ভুগছিলেন। তৈমুর হোসেন রাণীশংকৈল ক্ষুদ্র বণিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি, রাণীশংকৈল সংগীত বিদ্যালয়ের সাবেক সাধারণ সম্পাদক এবং কুলিক নাট্য সংস্থা ও বৈশাখি মেলার উপদেষ্টা হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। এলাকার সামাজিক, সাংস্কৃতিক ও ব্যবসায়িক অঙ্গনে তাঁর ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পরদিন বৃহস্পতিবার ১১ ডিসেম্বর সকালে রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক মুসল্লি জানাজায় অংশ নেন। পরে পাঁচপীর কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়।
তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে জেলা ওয়ার্কার্স পার্টিসহ নানা সংগঠন গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।