
সেলিম মাহবুবঃ
ছাতক থানা পুলিশের এক বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত ৩ আসামি ও নিয়মিত মামলার ১ আসামি-কে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাত পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদের-কে গ্রেফতার করেছে।
গ্রেফতার আনছার উদ্দিন (৩০) উপজেলার চরমহল্লা ইউপির মজুমদারীচর গ্রামের আব্দুল বারীর পুত্র। ছাতক থানার মামলা নং-০২ (১) ২০২৬ এর আসামি।
গ্রেফতার মোঃ হাবিবুর রহমান (৪৮), সিংচাপইড় ইউনিয়নের
আইনাকান্দি গ্রামের ওয়াছির আলীর পুত্র ও ইউসুফ আলী (৪৯), আইনাকান্দি গ্রামের মৃত হাজী উরকান উল্লাহর পুত্র।
সিআর-২৪৩/২০২৫ মামলার ওয়ারেন্টভূক্ত আসামি।
গ্রেফতার মোহাম্মদ সামছুল হক (২৭), ছাতক পৌরসভার বাশঁখালা গ্রানের মোঃ নজির আলীর পুত্র ও সিআর-১৩১/ ২০২৫ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।
ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান জানান গ্রেফতার ৪ আসামি-কে আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply