তাহিরপুর প্রতিনিধি
জনসেবায় দক্ষতা,স্বচ্ছতা, প্রশাসনিক তৎপরতা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ‘অফিসার অব দ্যা মান্থ ২০২৫’ পুরস্কার পেয়েছেন সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান মানিক।
রবিবার জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে মাননীয় জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া এ পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, তাহিরপুর উপজেলায় দায়িত্ব পালনকালে সরকারি সেবা সহজীকরণ, ভূমি প্রশাসনে স্বচ্ছতা বৃদ্ধি, শিক্ষা ও স্বাস্থ্য খাতে নজরদারি জোরদার এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ইউএনও মেহেদী হাসান মানিক। পাশাপাশি জনগনের যে কোন সমস্যা মোকাবিলায় দ্রুত পদক্ষেপ এবং সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে সমস্যা সমাধানে তাঁর উদ্যোগ প্রশংসিত হয়েছে।
পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়ায় মেহেদী হাসান মানিক বলেন, এই স্বীকৃতি তাঁর একার নয়; এটি উপজেলা প্রশাসনের সব কর্মকর্তা-কর্মচারীর সম্মিলিত প্রচেষ্টার ফল। তিনি বলেন, মানুষের জন্য কাজ করার অনুপ্রেরণা আরও বেড়ে গেল।