সেলিম মাহবুবঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন মিজানুর রহমান চৌধুরী। তিনি বিএনপি'র কেন্দ্রীয় কমিটির সদস্য, ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। ২২৮, সুনামগঞ্জ-৫, ছাতক-দোয়ারাবাজার আসন থেকে সংসদ নির্বাচন করতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেন। বাছাই পর্বে তার মনোনয়ন পত্র বৈধও হয়েছে। ছাতক -দোয়ারাবাজার আসনে বিএনপি'র বিদ্রোহী প্রার্থী হিসেবে তিনি প্রার্থী হয়েছিলেন।
ছাতক-দোয়ারাবাজার আসনে বিএনপির দলীয় মনোনীত প্রার্থী রয়েছেন কলিম উদ্দিন আহমেদ মিলন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র সিদ্ধান্তের প্রতি সন্মান প্রদর্শন করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। এবং দলের মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করবেন।
আজ শনিবার ১০ জানুয়ারি মিজানুর রহমান চৌধুরী তাঁর ভেরিফাইড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা বলেছেন।
তিনি ফেইসবুকে লিখেছেন, বিএনপি'র চেয়ারম্যান তারেক রহমানের আহবানে এবং দলের বৃহত্তর স্বার্থে তিনি মনোনয়ন পত্র প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন। এই আসন থেকে তিনি আর নির্বাচন করবেন না। মনোনয়ন পত্র প্রত্যাহার করবেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী ও ধানের শীষ প্রতিকের পক্ষে নির্বাচনী মাঠে প্রচারণা চালিয়ে যাবেন।