ওসমান গনি গজারিয়ায় প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন দৈনিক মুন্সিগঞ্জের বার্তা-এর গজারিয়া প্রতিনিধি সাংবাদিক খায়রুল ইসলাম হৃদয়।
টেংগারচর ইউনিয়নের মিরেরগাঁও এলাকায় টেংগারচর সড়কে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, মোটরসাইকেলযোগে নিজ গন্তব্যে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইক (অটোরিকশা) নিয়ন্ত্রণ হারিয়ে সাংবাদিক হৃদয়ের মোটরসাইকেলের ওপর উঠে যায়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা এবং সহকর্মী সাংবাদিকদের সহায়তায় তাকে দ্রুত গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।
খবর পেয়ে সাংবাদিক হৃদয়ের খোঁজখবর নিতে হাসপাতালে ছুটে যান গজারিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, যুগ্ম সম্পাদক আজিজুল হক পার্থ, সাংগঠনিক সম্পাদক আলমগীর ভুইয়া, কোষাধ্যক্ষ শাহাদাত হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক সাইদ হাসান আফরানসহ ওসমান গনি ও মাসুদ আহমেদ।
সাংবাদিক সমাজ এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে দ্রুত আরোগ্য কামনা করেছে।