কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-০৪ (কাপাসিয়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণাকে বেগবান করতে বিশেষ সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) গাজীপুর জেলা শাখা এই কমিটি অনুমোদন দিয়েছে।
গাজীপুর জেলা জাসাসের আহবায়ক শাহ এরশাদ ফকির ও ভারপ্রাপ্ত সদস্য সচিব আবদুর রহমান (দুখু) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। গঠিত এই কমিটি কাপাসিয়া উপজেলা জাসাসের নেতৃবৃন্দের সমন্বয়ে নির্বাচনী প্রচারণার সার্বিক কার্যক্রম তদারকি ও পরিচালনা করবেন। প্রচারণা কার্যক্রমে মূল সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করবেন কাপাসিয়া উপজেলা জাসাসের আহ্বায়ক কবি শিশির আহমেদ খান। কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন:
সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ শফি উদ্দিন শফি (কড়িহাতা)।ফকির মোহাম্মদ উল্লাহ (ঘাগটিয়া) ও আব্দুল্লাহ আল মামুন (সিংহশ্রী)। সদস্য সচিব মোঃ আতিকুল ইসলাম (তুলিপ) (কাপাসিয়া) নির্বাচনী প্রচারণার মাঠ পর্যায়ে সক্রিয় ভূমিকা রাখার জন্য কমিটিতে সদস্য হিসেবে রাখা হয়েছে কাজী মনির, আবৃত্তিকার সোহেল রানা (শিশির), দেলোয়ার মাষ্টার, হামিদুল ইসলাম, সাইফুল, নাজমুল হাসান রিফান, সাইফুল ইসলাম, জাহিদ হাসান প্রিন্স, বসির উদ্দিন, মোশারফ হোসেন খোকা, নাট্য পরিচালক পনির খান, রুহুল আমিন শেখ, শ্রী ঝন্টু পাল, শ্রী অজিত বর্মণ, দীপক এবং মাসুম পালোয়ানকে। জাসাস নেতৃবৃন্দ জানিয়েছেন, ধানের শীষের বিজয় নিশ্চিত করতে তারা কাপাসিয়ার প্রতিটি ইউনিয়নে সাংস্কৃতিক জাগরণ ও প্রচারণার মাধ্যমে তৃণমূল ভোটারদের উদ্বুদ্ধ করবেন। কেন্দ্র ঘোষিত কর্মসূচির পাশাপাশি স্থানীয় পর্যায়ে শিল্পীদের নিয়ে প্রচারণামূলক বিভিন্ন অনুষ্ঠানের পরিকল্পনাও রয়েছে তাদের।
নবগঠিত এই কমিটির নেতৃবৃন্দ ধানের শীষের প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।