হুমায়ুন কবির ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীদের সংগঠন ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেড উদ্যোগে শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) সকালে উপজেলার মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাণীশংকৈল সার্কেলের সহকারী পুলিশ সুপার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের প্রাক্তন শিক্ষার্থী স্নেহাশীষ কুমার দাস। এ সময় তাঁর সহধর্মিণী সুকন্যা দাস পূজা এবং স্থানীয় স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।

শীতবস্ত্র বিতরণের সময় সহকারী পুলিশ সুপার স্নেহাশীষ কুমার দাস বলেন, “প্রতি বছর সমাজের শীতার্ত ও দরিদ্র মানুষের দুর্ভোগ কমাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মানবিক উদ্যোগ নিয়ে এগিয়ে আসে। উত্তরাঞ্চলের জেলা ঠাকুরগাঁওয়ে শীতের প্রকোপ তুলনামূলক বেশি। হাড়কাঁপানো এই শীতে নিম্ন আয়ের মানুষের কষ্ট বাড়ে। সেই কষ্ট কিছুটা লাঘব করতে উষ্ণতা ও ভালোবাসার পরশ পৌঁছে দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।”
তিনি আরও সমাজের বিত্তবানদের অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
এসময় শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।