
পীরজাদা মোঃ মাসুদ হোসাইন,রায়পুর, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার রাখালিয়া গ্রামে আজগর আলী চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে ৩৫০ টি হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। ১৫ মার্চ শুক্রবার বেলা ১১ টায় ৪ নং সোনাপুর ইউনিয়নের রাখালিয়া গ্রামের ৩ টি স্থানে এ খাদ্য বিতরন করেন ফাউন্ডেশনের কর্মকর্তাবৃন্দ। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে খাদ্য বিতরন অনুষ্ঠানের সূচনা করা হয়। অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন উক্ত ফাউন্ডেশনের সভাপতি নুরনবী চৌধুরী বাচ্চু, প্রধান উপদেষ্ঠা আলী হোসেন চৌধুরী মাসুম, সহ-সভাপতি ওয়ালী মাহমুদ মাহতুবুজ্জামান বকুল চৌধুরী, সাঃ সম্পাদক তাহসিন মাহমুদ চৌধুরী রনি, কোষাধ্যক্ষ খুশবু চৌধুরী, ধর্ম বিষয়ক সম্পাদক মঞ্জু চৌধুরী, সায়েম চৌধুরীসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, ফাউন্ডেশনের সমাজ কল্যান সম্পাদক ও রায়পুর উপজেলা আওয়ামীলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক নবী মাহেনুর করিম চৌধুরী মান্নু।
প্রত্যেক পরিবারের মাঝে ১০ কেজি চাল, ২ কেজি আলু, ২ কেজি পেয়াজ, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি মশুরি ডাল, ১ কেজি ছোলা, ১ কেজি লবন, ১ কেজি চিনি, ২ প্যাকেট সেমাই, ২৫০ গ্রাম গুড়া দুধ, ৫০০ গ্রাম মুড়ি, ৫০০ গ্রাম খেজুর বিতরন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আমাদের পূর্ব পুরুষ বিশিষ্ট সমাজসেবক আজগর আলী চৌধুরীর নামে এই ফাউন্ডেশন। আমরা প্রতি বছর এই ফাউন্ডেশনের মাধ্যমে জনহিতকর কাজ করে থাকি। প্রতি বছরের ন্যায় এবারো খাদ্য বিতরন করেছি। আগামীতে আরো বড় পরিসরে এ আয়োজন করা হবে। এছাড়াও গরীব মেয়েদের বিবাহ, গরীব ছাত্রদের লেখাপড়া, গরীব রোগীদের চিকিৎসায় আমরা এই ফাউন্ডেশনের মাধ্যমে ব্যায় করে থাকি।
Leave a Reply