 
																
								
                                    
									
                                 
							
							 
                    
সেলিম মাহবুব,সিলেট:
ছাতকে গত বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ৬ টার দিকে সড়ক দুর্ঘটনায় নিহত হন জনপ্রিয় সঙ্গীত শিল্পী মোঃ মতিউর রহমান হাসান (পাগল হাসান) তিনি কালারুকা ইউনিয়নের মুক্তিরগাঁও-শিমুলতলা গ্রামের মৃত দিলশাদ মিয়ার পুত্র। তার সাথে সিএনজি চালিত অটোরিকশায় থাকা অন্য যাত্রী আব্দুস সাত্তার ও একই দুর্ঘটনায় মারা গেছেন। তিনি মুক্তিরগাঁও-শিমুলতলা গ্রামের আহাদ আলীর পুত্র। এ সময় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত একই গ্রামের লায়েছ মিয়া, রুপন মিয়া ও জাহাঙ্গীর আলমকে স্থানীয় লোকজন উদ্ধার করে সিলেটের ওসমানী মেডিকেল

কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। আহতদের মধ্যে আশংকা জনক অবস্থায় ছিলেন জাহাঙ্গীর আলম শনিবার ২০ এপ্রিল রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিন দিন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে শিমুল তলা গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর আলম ও মত্যুর কোলে ঢলে পড়েন। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ৬ টার দিকে ছাতক-দোয়ারাবাজার সড়কের সুরমা ব্রিজ সংলগ্ন টোল প্লাজা এলাকায় সিএনজি চালিত অটোরিকশা ও একটি বাসের মুখোমুখি সংঘর্ষে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।
Leave a Reply