
সৈয়দ মুনিরুল হক নোবেল :
জামালপুর জেলা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনোষ্টিক সেন্টার মালিক সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। জামালপুর শহরের এশিয়ান ফুড ভিলেজ নামের একটি প্রতিষ্ঠানে ২৬ আগষ্ট সোমবার রাতে উপস্থিত সকল ডেলিগেটের সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।
কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়, ডা.আহম্মদ আলী আকন্দকে এবং সাধারন সম্পাদক নির্বাচিত করা হয়েছে, হযরত শাহজামাল (রঃ) জেনারেল হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং বুলবুল জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী আশরাফুল ইসলাম বুলবুলকে।
নতুন কমিটি গঠন করার সময় জেলার বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টারের মালিকগণ উপস্থিত ছিলেন। পরে নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এসময় নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বুলবুল বলেন, এখন থেকে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টার মালিক সমিতির কমিটি সঠিক নিয়মে পরিচালিত হবে। সঠিক সময় সংগঠনের নির্বাচন অনুষ্ঠিত হবে। সকলকে সাথে নিয়ে সংগঠনটিকে আরো সামনের দিকে এগিয়ে নেয়ার আশ্বাসও প্রদান করেন তিনি।
Leave a Reply