
মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ
নাটোর মহারাজা জে. এন স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মো. আশরাফুল ইসলামের পদত্যাগের দাবিতে তার অফিস ঘেরাও করেছে শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুর ১২টার দিকে শহরের বঙ্গজ্বল এলাকার ওই প্রতিষ্ঠানে প্রধান শিক্ষকের অফিস ঘেরাও করে ছাত্র-জনতা। প্রায় দুই ঘণ্টাব্যাপী অফিস ঘেরাও করে রাখে শিক্ষার্থীরা। এসময় প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অপরাধের অভিযোগে পদত্যাগের দাবিতে স্লোগান দেয় শিক্ষার্থীরা।

এর আগে সকাল থেকে বিভিন্ন স্কুলের শত শত শিক্ষার্থীরা জড়ো হতে থাকে স্কুলের সামনে। এসময় প্রধান শিক্ষকের অফিস ঘেরাও করে রাখে শিক্ষার্থী ও সাধারণ জনগণ। শিক্ষার্থীরা বলেন, প্রধান শিক্ষক অবৈধভাবে নিয়োগের নামে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন।

তিনি সভাপতির সঙ্গে জোট করে স্কুল লুটপাট করেছেন। আমরা শিক্ষা প্রতিষ্ঠানে এমন দুর্নীতিবাজ শিক্ষক চাই না। সেজন্য আমরা তার পদত্যাগের জন্য জোর দাবি করছি। তিনি পদত্যাগ না করলে আমরা অবস্থান থেকে সরে যাবো না।
Leave a Reply