নিজস্ব প্রতিবেদকঃ
রায়পুর উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান আলহাজ্ব শাহ্জাহান চেয়ারম্যান এর প্রথম জানাজার নামাজ ঢাকার পশ্চিম তেজতুরি বাজার জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে। ৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার বাদ আসর উক্ত জানাজায় উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব অধ্যক্ষ মামুনুর রশীদ, বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব রফিকুল হায়দার, শিল্পপতি এম এম এ কাদের, মোর্শেদ আলম, রায়পুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র কাজী নাজমুল কাদের গুলজার, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব হারুনুর রশীদ, জিল্লুর রহমান, মাসুদ উদ্দিন, সুপ্রীম কোর্টের আইনজীবী এ্যাডভোকেট মাঈনুদ্দীন রুবেৱ, লিটন হাজারী, এল কে চৌধুরী, পীরজাদা সাইফুল ইসলাম, আক্তার মিয়াজী, বাবু চৌধুরী, হারুনুর রশীদ ২, সবুজ মিয়াজীসহ শত শত গুনগ্রাহী। মরহুমের ২য় জানাজা ৫ সেপ্টেম্বরের শুক্রবার সকাল ১০ টায় রায়পুর চরপাতা মরহুমের নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে। উল্লেখ্য গত ৩ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৫ টায় তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঢাকার বাসায় ইন্তেকাল করেন। ব্যাক্তিগত জীবনে তিনি ২ ছেলে ১ মেয়ে ১ স্ত্রী রেখে গেছেন। তিনি রায়পুর এলএম পাইলট উচ্চ বিদ্যালয়, রায়পুর এম এম এ কাদের একাডেমির ম্যানেজিং কমিটির সভাপতি ছিলেন। এছাড়াও তিনি অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক কর্মকান্ডে জড়িত ছিলেন। উপস্থিত ব্যাক্তিবর্গ মরহুমের আত্মার শান্তির জন্য দোয়া করেছেন।
Leave a Reply