পীরজাদা মোঃ মাসুদ হোসাইনঃ
লক্ষ্মীপুর জেলার রায়পুর পৌরসভা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৬ সেপ্টেম্বর শনিবার রায়পুর মার্চেন্টস একাডেমী মাঠে উক্ত সম্মেলনের প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, উদ্ভোদন করেন বিএনপির যুগ্ন-মহাসচিব শহিদ উদ্দীন চৌধুরী এ্যানি। বক্তব্য প্রদান করেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক সাংসদ আবুল খায়ের ভূইয়া, লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দীন সাবু, যুগ্ন-আহবায়ক এ্যাডভোকেট হাসিবুর রহমানসহ জেলা ও স্থানীয় নের্তৃবৃন্দ।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলর ও ডেলিগেটদের প্রত্যক্ষ ভোটে নেতা নির্বাচিত হয়।
সম্মেলনে মোট ভোটার সংখ্যা ছিলো ৬৩৯ টি। সভাপতি পদে ৬২৭ জন ভোট প্রয়োগ করেছেন। ৩৭৩ ভোট পেয়ে এবিএম জিলানী বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্ধী আব্দুজ জাহের মিয়াজী পেয়েছেন ২৪৫ ভোট। বিনষ্ট ভোট ৯টি।
সাঃ সম্পাদক পদে ৬২৫ জন ভোটার ভোট প্রয়োগ করেছেন। ২৭৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ভিপি নজরুল ইসলাম লিটন, তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী শফিকুল আলম আলমাস পেয়েছেন ১৯৯ ভোট, ইকবাল হোসেন পাটোয়ারী পেয়েছেন ১০৩ ভোট, এ্যাডভোকেট দেলোয়ার হোসেন পেয়েছেন ২০ ভোট, এ্যাডভোকেট মুনসুর জিলানী নোমান পেয়েছেন ৯ ভোট, বিনষ্ট ভোট ১৯ টি।
সাংগঠনিক সম্পাদক পদে ৬৩৫ জন ভোটার ভোট প্রয়োগ করেছেন। আনিসুল হক ৩০৯ ভোট পেয়ে ১ম বিজয়ী এবং ডেন্টিষ্ট মুকুল মিয়াজী ২৫৮ ভোট পেয়ে ২য় বিজয়ী হয়েছেন, নিকটতম প্রতিদ্বন্ধী মোঃ ইব্রাহীম সুমন পেয়েছেন ২২৮ ভোট, ইমরান হোসেন হীরা পেয়েছেন ১৪৯ ভোট।
Leave a Reply