কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কাপাসিয়ায় ভূমিদস্যুদের কবল হতে রক্ষা ও বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে ‘পৈত্রিক সম্পত্তি রক্ষা, আদালতের নির্দেশ অমান্য করে জোরপূর্বক জমি দখল নামে প্রকাশিত’সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী রিফাত ও তার পরিবারের লোকজন। সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেল তিনটায় আমরাইদ বাজার সংলগ্ন এলাকায় সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মোঃ রিফাত পিতা-মো: আবু বক্কর সিদ্দিক,তার লিখিত বক্তব্য বলেন ,বিবাদীর দাদার নিকট হইতে আমার দাদা অনুমান-১০০ বছর পূর্বে জমি ক্রয় করেন। উত্তরাধিকার সূত্রে দলিল মূলে এই জমির মালিক বর্তমানে আমরা। পর্চামুলে আমাদের দখলীয় ৮২ নং দাগে ছোট বড় ২০টি বিন্ডিং, ০৮টি দোকান, একটি ক্লিনিক, একটি মাদ্রাসা রয়েছে। এখানে কয়েকটি পরিবারের দীর্ঘদিনের বসবাস। একটি অর্থলোভী স্বার্থান্বেষী মহল আমাদের কে হয়রানি করে আসছে বিভিন্ন সময় অজ্ঞাত লোকজন নিয়ে আমাদের উপর হামলা চালায়। এই জমি বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ ও থানাসহ ১১টি সালিশ দরবারে প্রমাণিত হয় যে বিবাদীগং এই ৮২ নং দাগে কোন জমি জমা নেই বলে সার্ভারের লোকজন জানায়। বিবাদীগণ জোরপূর্বক জমি দখলের পায়তারায় কিছুদিন পূর্বে ৫০/৬০ জন হিজরা নিয়ে আমাদের পরিবারের লোকজনদের উপর আক্রমণ চালিয়ে রক্তাক্ত জখম করেন। গত ইং ১৪/০৯/২০২৫ ইং তারিখ বিকাল-৫.ঘটিকায় গফরগাঁও হইতে বিবাদী মামুন সহ ১০টি হোন্ডারে লোকজন এসে ১ কোটি টাকা চাঁদা দাবি করেন না হলে জানে মেরে ফেলার হুমকি প্রদান করেন । এ দিকে আমি এবং আমার পরিবারের লোকজন নিরাপত্তাহীনতায় ভূগছি। ভুক্তভোগীরা জীবনের নিরাপত্তা ও হয়রানি বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ।
Leave a Reply