ধর্মপাশা প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ধর্মপাশায় শারদীয় দুর্গোৎসবকে ঘিরে উৎসবমুখর পরিবেশে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন সুনামগঞ্জ-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল।
বুধবার (১ অক্টোবর) সকালে তিনি ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নসহ বিভিন্ন গ্রাম ও বাজার এলাকায় শারদীয় দূর্গা পূজা মণ্ডপে গিয়ে স্থানীয় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, মণ্ডপ কমিটির সদস্য ও সাধারণ ভক্তদের সঙ্গে কুশল বিনিময় করেন। এসময় তিনি পূজার সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের খোঁজখবর নেন।
পরিদর্শন শেষে, সুনামগঞ্জ-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য জননেতা কামরুজ্জামান কামরুল বলেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার—এটি শুধু একটি স্লোগান নয়, এটি আমাদের রাজনৈতিক দর্শন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবসময় সামাজিক সম্প্রীতির বার্তা দিয়ে আসছেন। আমরা চাই ধর্মপাশার হিন্দু সম্প্রদায় ধর্মাবলম্বী শান্তিপূর্ণ ও নিরাপদে দুর্গোৎসব পালন করুক। সামাজিক সম্প্রীতি রক্ষা করা আমাদের সবার দায়িত্ব।
তিনি আরও বলেন, দূর্গাপূর্জা চলাকালে নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের পাশাপাশি বিএনপি নেতাকর্মীরাও সক্রিয় ভূমিকা রাখবে। রাজনৈতিক নেতার এ সফর স্থানীয়দের মনে এক ধরনের নিরাপত্তা ও আশ্বাস তৈরি করেছে বলে জানান পূজা আয়োজকরা।
তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মেহেদী হাসান উজ্জ্বল,
ধর্মপাশা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম বিএসসি, আহ্বায়ক কমিটি সদস্য মজিবুর রহমান মজুমদার, ধর্মপাশা উপজেলা যুবদল যুগ্ন আহবায়ক আলমগীর কবির তালুকদার, ধর্মপাশা উপজেলা ছাত্রদলের আহবায়ক ওবায়দুর মজুমদার, সদর ইউনিয়ন বিএনপির আহবায়ক সাইদুল কিবরিয়া, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক তোজাম্মিল হক নাসরুম, জয়শ্রী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক এম এ কালাম আজাদ, পাইকুরাটি ইউনিয়ন বিএনপি আহবায়ক মাহবুব মুর্শেদ খোকন, জয়শ্রী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, জয়শ্রী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সারোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক কাওছার আহম্মেদ বাদল সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
Leave a Reply