হুমায়ুন কবির,ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের হাজারো সাধারণ মানুষ ও তৌহিদি জনতার অংশগ্রহণে গাজায় নিরীহ শিশু ও সাধারণ মানুষ হত্যার প্রতিবাদে এবং ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র ঘোষণার দাবিতে ‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন’ স্লোগানে গর্জে উঠে সারা শহর।রোববার (৫ অক্টোবর) বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠ থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তা মৌড়ে গিয়ে সমবেত হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ শেষে পুনরায় বড় মাঠে গিয়ে কর্মসূচি শেষ করা হয়।
এ সময় শত শত মানুষ হাতে প্ল্যাকার্ড, ব্যানার ও পতাকা নিয়ে বিক্ষোভ মিছিলে অংশ নেন। মিছিলে অংশগ্রহণকারীরা একসঙ্গে স্লোগান দেন—‘১, ২, ৩, ৪ ইসরায়েল নো মোর ফ্রি ফ্রি প্যালেস্টাইন।’
বিক্ষোভকারীরা জানান, কিছুদিন আগে অবরুদ্ধ গাজায় খাদ্যসামগ্রী নিয়ে যাওয়া সুমুদ ফ্লোটিলা কাফেলাকে ইসরায়েলি সেনারা অবরুদ্ধ করে। এতে ৪০টিরও বেশি জাহাজ ও পাঁচ শতাধিক মানবাধিকার কর্মী ও স্বেচ্ছাসেবীদের আটক করা হয়। তাদের মুক্তির দাবির পাশাপাশি গাজার শিশুসহ নৃশংস হত্যার বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্যই ঠাকুরগাঁওবাসী রাস্তায় নেমেছে। তারা আরও জানান, অবিলম্বে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে হবে। গাজায় নারী-শিশু হত্যাকাণ্ড বন্ধ করতে হবে। আন্তর্জাতিক সম্প্রদায়কে নিরপেক্ষভাবে শান্তির পক্ষে অবস্থানসহ ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারা।
Leave a Reply