হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে
একরামুল হক (৫০) নামে এক গরু ব্যবসায়ীর বাড়িতে ৩ ভরি সোনা এবং আড়াই লক্ষ টাকা চুরির যাওয়ার ঘটনা ঘটেছে।
গরু ব্যবসায়ী ইকরামুল হকের বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
গত সোমবার ৬ অক্টোবর শেষ রাতে উপজেলার গোগর মাঝাটোলা গ্রামের ইকরামুল হকের বাড়িতে এ দুর্ধর্ষ চুরির চুরির ঘটনা ঘটে। চোরেরা তার বাড়ি থেকে নগদ আড়াই লাখ টাকা ও ৩ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে গেছে বলে জানান ক্ষতিগ্রস্ত ইকরামুল। ইকরামুল হক আরো বলেন, রবিবার রাত সাড়ে ১০টার দিকে আমি ও আমার পরিবারের লোকজন রাতে খেয়ে দেয়ে ঘরে ঘুমাইয়া পড়ি। পরদিন ভোর ৫ টার দিকে ঘুম থেকে জেগে দেখি বাড়ির প্রতিটি কক্ষের আলমারি ও ওয়ারড্রব খোলা, কাপড়-চোপড়,আসবাবপত্র তছনছ অবস্থায় পড়ে আছে। এরপর দেখতে পাই আলমিরায় রাখা আড়াই লাখ টাকা ও ৩ ভরি স্বর্ণালঙ্কার নেই, চুরি হয়ে গেছে। এ বিষয়ে রাণীশংকৈল থানার ওসি আরশেদুল হক জানান, চুরির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply